টিকটকের সব কার্যালয় বন্ধের নির্দেশ

টিকটকের সব কার্যালয় বন্ধের নির্দেশ

কানাডা সরকার টিকটকের কার্যালয় বন্ধের সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে বিশ্বব্যাপী জনপ্রিয় এই ভিডিও শেয়ারিং অ্যাপটির ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। চীনা প্রযুক্তি জায়ান্ট বাইটড্যান্সের মালিকানাধীন টিকটককে জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবে দেখছে কানাডা।

সরকারের দাবি, টিকটক ব্যবহারকারীর ডেটা চীন সরকারের কাছে পাঠাতে পারে এবং এভাবে দেশের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলতে পারে।

তবে টিকটক এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে। কোম্পানিটি দাবি করেছে, তারা কানাডার ব্যবহারকারীর ডেটা চীনে পাঠায় না এবং ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। তারা এই সিদ্ধান্তকে আদালতে চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছে।

এই সিদ্ধান্তের ফলে ব্যক্তিগত স্বাধীনতা এবং জাতীয় নিরাপত্তা, এই দুই বিষয়ের মধ্যে একটি সংঘাত তৈরি হয়েছে। একদিকে সরকার দেশের নিরাপত্তা নিশ্চিত করতে চায়, অন্যদিকে ব্যবহারকারীরা তাদের পছন্দের সামাজিক মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করার অধিকার চায়।

এই ঘটনাটি শুধু কানাডার মধ্যেই সীমাবদ্ধ নয়। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশেও টিকটককে নিয়ে একই ধরনের উদ্বেগ রয়েছে।

 

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize