আইফোন ১৬ সিরিজের নতুন ক্যামেরা বাটন দিয়ে যা যা করা যাবে

Iphone 16 camera control button 21f68081149069bbf8be26b356364608

প্রযুক্তি উৎসাহীদের অপেক্ষার অবসান ঘটিয়ে গত ৯ সেপ্টেম্বর অ্যাপল সাম্রাজ্যে শুরু হলো আইফোন ১৬-এর যুগ। ধারাবাহিকতা বজায় রেখে বেসিকের পাশাপাশি এবারও উন্মোচিত হয়েছে প্লাস, প্রো ও প্রো ম্যাক্স ব্র্যান্ড বিভাজনগুলো। প্রতি সিরিজের মত আইফোন ১৬ তেও থাকছে নতুন নতুন কিছু ফিচার। আইফোন ১৬ সিরিজের এমনই এক নতুন ফিচার “ক্যামেরা বাটন”। তবে এই বাটন শুধু শাটার হিসেবে কাজ করবে না। এতে রয়েছে বিশেষ কিছু ফিচার। চলুন জেনে নেই আইফোন ১৬ সিরিজের ডান পাশের এ বাটন সম্পর্কে।

কীভাবে কাজ করবে?

আইফোন ১৬ সিরিজের ক্যামেরা বাটন একটি ফিজিকাল বাটন। বোতামের পৃষ্ঠটি একটি মসৃণ ক্যাপাসিটিভ সারফেইস যা ব্যবহারকারীর আঙুলের গতিতে সাড়া দেয়। বোতামটিতে “হাফ প্রেস” বা হালকাভাবে বোতাম চাপলে একটি স্ক্রিন ওভারলে দেখা যাবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট।

ক্যামেরা চালু

ক্যামেরা বোতামে চাপ দিলে দ্রুত বিল্ট-ইন ক্যামেরা অ্যাপ চালু হবে। সম্ভবত আগের তুলনায় এটি দ্রুত ক্যামেরা চালু করবে, কারণ ফোন ধরা অবস্থায় ফোনের ডান পাশে স্বাভাবিকভাবে বুড়ো আঙুল রাখলে কাছাকাছিই বোতামটির অবস্থান।

ছবি বা ভিডিও ধারণ

ছবি তোলার জন্য ক্যামেরা কন্ট্রোল বোতামে চাপলেই হবে। আর বোতামটি চেপে কয়েক সেকেন্ড ধরে রাখলেই ভিডিও রেকর্ড চালু হয়ে যাবে।

জুম ও ক্যামেরা বদলানো যাবে

জুম করে ফ্রেম ছোট বড় করতে, ক্যামেরা চালু করে কেবল বোতামটি টাচ করলে একটি স্লাইডার আসবে, এরপর আঙুল সামনে পেছনে নিয়েই জুম অ্যাডজাস্ট করা যাবে। ক্যামেরা বোতামের ওপর দুবার টাচ করলে বিভিন্ন ক্যামেরা অপশনসহ একটি স্ক্রিন ওভারলে আসবে। এখান থেকে ক্যামেরা অপশন যেমন আল্ট্রা ওয়াইড ক্যামেরা, টেলিফটো ক্যামেরা বেছে নেওয়া যাবে।

ফটোগ্রাফিক স্টাইল

ফটোগ্রাফিক স্টাইলগুলোকে আইফোন ১৬ সিরিজে নতুনভাবে সাজিয়েছে অ্যাপল। স্টক ফিল্টার হিসেনে না রেখে সেগুলো এডিট করারও সুযোগ এনেছে কোম্পানিটি। আর ক্যামেরা কন্ট্রোল বোতামের মাধ্যমে স্টাইল বা ফিল্টারও বেছে নেওয়া যাবে।

বোতামে দুবার টাচ করে স্ক্রিন ওভারলে চালু করুন। বোতামের ওপরে আঙুল দিয়ে টেনে “ফটোগ্রাফিক স্টাইলস” অপশন বেছে নিন। আবারও আঙুল দিয়ে টেনে সরাসরি বিভিন্ন স্টাইল বা ফিল্টার দেখুন ও নিজের পছন্দ অনুসারে একটি বেছে নিন।

ভিডিও’র বেলায়ও কাজ করে

এ ক্যামেরা কন্ট্রোল অপশন ভিডিও শুট করার সময়ও কাজে আসবে। অ্যাপলের গ্লো টাইম ইভেন্টে এক ডেমো ভিডিওতে দেখা গেছে রেজুলিউশন ও ফ্রেম রেট যেমন ৪কে ১২০ এফপিএস, নিয়ন্ত্রণে এ বোতাম ব্যবহার করা সম্ভব।

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize