আজকের মধ্যেই জবাব দিতে হবে ফেসবুককে

রাজাকারদের দেশ ছাড়তে বললেন পলক

নিজেদের প্লাটফর্মে গুজব, অপপ্রচার, উসকানি ও সহিংসতামূলক প্রচার-প্রচারণা রোধে কী ব্যবস্থা নিয়েছে, সে বিষয়ে ফেসবুক-টিকটকের কাছে জবাব চেয়েছে বিটিআরসি। প্ল্যাটফর্মগুলোর জবাব দেওয়ার আজই শেষ দিন। জবাব না দিলে কিংবা তা সন্তোষজনক না হলে সে অনুযায়ী এসব প্লাটফর্মের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, আমরা যে কন্টেন্টগুলো মুছতে বলেছি তার খুব কমই তারা মুছেছে। এর আগে ফেসবুক-টিকটক ও অন্যান্য সোশ্যাল মিডিয়াকে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে তাদের জবাব দিতে ৩০ জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

তিনি বলেন, ৩১ জুলাই ফেসবুক, টিকটকসহ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম প্রতিনিধিদের বিটিআরসিতে তলব করা হয়েছে। সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে হবে। ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত এসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধই থাকবে।

‘তাদের জবাব অনুযায়ী কী ব্যবস্থা নেয়া হবে, কী রেসট্রিকশন দেয়া হবে, সেটা ভাবা হবে’ উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশে উদ্ভূত পরিস্থিতির কারণে গত ১৭ জুলাই রাতে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। আজ রোববার বিকেল ৩টা থেকে সারা দেশে ফের এ সেবা চালু করা হয়েছে। তবে বাংলাদেশে বর্তমানে ফেসবুক, টিকটক, হোয়াটসঅ্যাপসহ সব ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ রয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize