বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ গণিত প্রতিযোগিতায় সোনার পদক জিতেছে মার্কিন সার্চ জায়ান্ট গুগলের ডিপমাইন্ড ও চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই। বিষয়টিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের জন্য বড় মাইলফলক হিসেবে দেখছেন অনেকে।
আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে সাড়ে চার ঘণ্টার পরীক্ষায় অংশ নিয়েছে গুগল ডিপমাইন্ডের তৈরি বিভিন্ন এআই মডেল এবং প্রতিটি মডেল ছয়টি সমস্যার মধ্যে পাঁচটি’ই সঠিকভাবে সমাধান করেছে। গুগল ও ওপেনএআই উভয় কোম্পানি দাবি করেছে, তাদের নতুন তৈরি এআই মডেলগুলো যেভাবে জটিল গণিতের সমস্যা সমাধান করছে তা প্রমাণ করে যে, শক্তিশালী এআই তৈরিতে আরও কাছাকাছি পৌঁছে গিয়েছে তারা। যা মানুষের মতো চিন্তা করতে, শিখতে ও বিভিন্ন কাজ করতে পারবে। এ ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স বা এজিআই নামে পরিচিত।
দুটি কোম্পানি সোনার পদক পাওয়ার দাবি করলেও কেবল গুগলের ডিপমাইন্ড-এর ফলাফলই আয়োজকদের মাধ্যমে স্বীকৃতি পেয়েছে। কারণ এ প্রতিযোগিতায় আনুষ্ঠানিকভাবে অংশ নেয়নি ওপেনএআই। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের সভাপতি প্রফেসর গ্রেগর ডোলিনার বলেছেন, আমরা নিশ্চিতভাবে বলতে পারি, প্রত্যাশিত এ মাইলফলক স্পর্শ করেছে গুগল ডিপমাইন্ড, যেটিতে মোট ৪২ পয়েন্টের মধ্যে ৩৫ পয়েন্ট পেয়েছে কোম্পানিটি, যা স্বর্ণপদক পাওয়ার যোগ্য স্কোর।
আরও পড়ুন
এদিকে, অনলাইনে এ প্রতিযোগিতার ফলাফল জানিয়েছেন ওপেনএআইয়ের গবেষক অ্যালেকজান্ডার ওয়াই। তবে তার কোম্পানি আনুষ্ঠানিকভাবে এ প্রতিযোগিতায় অংশ নেয়নি।