বিতর্কিত বাংলাদেশি ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির ওয়েবসাইট ২৪ মে সকালে হ্যাক হওয়ার ঘটনা ঘটেছে। ওয়েবসাইটে প্রবেশ করলে বড় অক্ষরে লেখা একটি বার্তায় হ্যাকার দাবি করেছেন, তিনি ইভ্যালির সব গ্রাহকের তথ্য নিজের দখলে নিয়েছেন এবং ইভ্যালি কর্তৃপক্ষকে তার সঙ্গে যোগাযোগের আহ্বান জানিয়েছেন।
বার্তাটিতে লেখা ছিল, “HACKED, I HAVE ALL CUSTOMER DATA. EVALY STAFF PLEASE CONTACT 00watch@proton.me”। হ্যাকার আরও হুমকি দিয়েছেন যে, যদি ইভ্যালি কর্তৃপক্ষ তার সঙ্গে যোগাযোগ না করে, তবে তিনি এই তথ্য জনসমক্ষে প্রকাশ করবেন।
আরও পড়ুন
তবে এই হ্যাকিংয়ের মাত্রা, গ্রাহকদের কোন ধরণের তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে—তা এখনো নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে ইভ্যালির পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বিবৃতি এখনো দেওয়া হয়নি।
ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন কোম্পানির বিরুদ্ধে নতুন করে আইনি চাপ বৃদ্ধি পেয়েছে। এর মাত্র কয়েক সপ্তাহ আগেই, ১৩ এপ্রিল ২০২৫ তারিখে ঢাকার একটি আদালত ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মো. রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে প্রতারণার মামলায় তিন বছরের কারাদণ্ড দেন।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানায়, এক গ্রাহক মো. রাজিব ইভ্যালির মাধ্যমে ১২.৩৭ লাখ টাকার পাঁচটি মোটরসাইকেল অর্ডার দেন, যেগুলো কখনোই সরবরাহ করা হয়নি। এ ঘটনায় দায়ের হওয়া মামলার রায়ে বিচারক এম মিসবাহুর রহমান উভয় আসামিকে ৫ হাজার টাকা জরিমানাও করেন এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এই হ্যাকিং ঘটনাটি ইভ্যালির বিরুদ্ধে চলমান দুর্নীতির অভিযোগের মধ্যেই নতুন করে কোম্পানিটির সাইবার নিরাপত্তা এবং গ্রাহকের তথ্য সুরক্ষা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।