ফেসবুক–ইউটিউবসহ আ. লীগের সকল প্ল্যাটফর্ম বন্ধে বিটিআরসিকে চিঠি

Letter to btrc to block all a. league platforms including facebook and youtube

আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর অনলাইন প্ল্যাটফর্ম বন্ধে পদক্ষেপ নিতে শুরু করেছে সরকার। এগুলোর ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউব, টিকটক, টেলিগ্রাম, এক্স অ্যাকাউন্ট ব্লক করতে বিটিআরসিকে চিঠি দেওয়া হয়েছে।

জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি বিটিআরসিকে এই চিঠি দিয়েছে। প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে। একই দিনে নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে।

জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি ও বিটিআরসি সূত্রে জানা যায়, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ব্লক করার জন্য সরকারের সিদ্ধান্ত ও আইনের বিষয় উল্লেখ করে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলোকে দ্রুতই চিঠি দেওয়া হবে।

তবে, সবকিছু বন্ধ করার ক্ষমতা সরকারের হাতে নেই। সরকার শুধু ওয়েবসাইট ব্লক করতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট সরানো, পেজ বা অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং তথ্য চেয়ে বিভিন্ন দেশের সরকার ফেসবুক ও গুগলের কাছে অনুরোধ করে থাকে। এসব প্ল্যাটফর্ম তাদের নিজস্ব নীতি লঙ্ঘন হলেই ব্যবস্থা নেয়।

মেটার প্রতিবেদন অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের সময়ে বিটিআরসির অনুরোধে ২০২৪ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ২ হাজার ৯৪০টি আইটেমে প্রবেশাধিকার সীমিত করা হয়েছে। গুগলের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশ থেকে কনটেন্ট সরানোর জন্য ৪৯০টি অনুরোধ করা হয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post