আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে বিশ্বব্যাপী বিভ্রাট দেখা দেয়।
বাংলাদেশ, ভারত ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের ব্যবহারকারীরা ডেস্কটপ কম্পিউটারে ফেসবুক ব্যবহার করতে গিয়ে সমস্যার সম্মুখীন হন। প্ল্যাটফর্মটিতে প্রবেশের চেষ্টা করলে ‘সরি, সামথিং ওয়েন্ট রং’ নামক একটি বার্তা দেখা যায়, যা ব্যবহারকারীদের মাঝে অস্বস্তি তৈরি করে।
ফেসবুকের মোবাইল অ্যাপ ব্যবহারকারীদের ক্ষেত্রে তেমন কোনো সমস্যা না দেখা গেলেও ডেস্কটপ ব্যবহারকারীরা এই বিভ্রাটে বেশ বিরক্ত হন। অনেকেই স্ক্রিনশট তুলে ফেসবুকের বিকল্প সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (পূর্বের টুইটার)-এ শেয়ার করেন। তারা প্রশ্ন তোলেন, ফেসবুকের সার্ভার আবারও ডাউন হয়ে গেছে কিনা।
ডাউনডিটেক্টর ডটকমের তথ্য অনুযায়ী, বাংলাদেশে সকাল ৯টা পর্যন্ত অন্তত ৯৭ জন ব্যবহারকারী এই বিভ্রাটের কথা জানিয়েছেন। একই সময়ে যুক্তরাষ্ট্রে ১৬ হাজারের বেশি এবং ভারতে দেড় শতাধিক ব্যবহারকারী ফেসবুকে সমস্যার কথা রিপোর্ট করেছেন। এই ঘটনায় ফেসবুকের সার্ভার স্ট্যাবিলিটি নিয়ে ব্যবহারকারীদের মাঝে প্রশ্ন উঠেছে।
আরও পড়ুন
তবে এই বিভ্রাটের কারণ এবং কখন এটি সমাধান হবে, সে বিষয়ে ফেসবুকের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা বা বিবৃতি দেওয়া হয়নি। ব্যবহারকারীরা অপেক্ষা করছেন দ্রুত সমস্যার সমাধান এবং স্বাভাবিক সেবা ফিরে পাওয়ার জন্য।
এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর আমাদের নির্ভরশীলতা এবং প্রযুক্তিগত সমস্যার সময় বিকল্প প্ল্যাটফর্মের গুরুত্বকে আবারও সামনে নিয়ে এসেছে।
আরও দেখুনঃ