বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান প্রবাসী বক্সার জিনাত ফেরদৌস এবার প্রথমবারের মতো জাতীয় বক্সিং প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। তিনি আগামীকাল থেকে শুরু হওয়া ৩১তম জাতীয় সিনিয়র পুরুষ ও ৭ম জাতীয় মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপে ৫২ কেজি ওজন শ্রেণিতে গুডউইল ক্লাবের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
জিনাত ইতোমধ্যে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন করেছেন। ২০২৩ সালের হাংজু এশিয়ান গেমসে তিনি বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রথম অংশগ্রহণ করেন। যদিও প্রত্যাশা পূরণে পুরোটা সফল হননি, তবে তার সাম্প্রতিক পারফরম্যান্স প্রশংসনীয়।
আরও পড়ুন
বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস জানান, জিনাতের অংশগ্রহণ উপলক্ষে প্রতিযোগিতার শেষ দিনে (৩০ জুলাই) তাকে বিশেষ সম্মাননা জানানো হবে। তার অংশগ্রহণ ও যাতায়াতসহ অন্যান্য খরচ গুডউইল ক্লাব বহন করছে।
এদিকে জাতীয় প্রতিযোগিতায় বিদেশি নাগরিকদের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন ওঠে সংবাদ সম্মেলনে। চট্টগ্রাম মহিলা বিশ্ববিদ্যালয় থেকে তিন বিদেশি বক্সারের এন্ট্রি ফেডারেশনে জমা পড়ে। তবে জাতীয় পর্যায়ের টুর্নামেন্টে বিদেশিদের অংশগ্রহণ নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় ফেডারেশন সিদ্ধান্ত পরিবর্তন করে জানায়, বিদেশি কেউ অংশ নিতে পারবে না।
ফেডারেশনের নতুন কমিটির অধীনে এটিই প্রথম জাতীয় বক্সিং আয়োজন। তবে আয়োজনে কিছু বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে। সংবাদ সম্মেলনের নোটিশে জাতীয় স্টেডিয়াম উল্লেখ থাকলেও, কার্যত ফেডারেশনের ছোট কক্ষে সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিকদের একাংশ কাভার করতে না পারায় অসন্তোষ দেখা দেয়। এ জন্য দুঃখ প্রকাশ করেছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক।
প্রসঙ্গত, বাংলাদেশ বক্সিং ফেডারেশনের পূর্ব নাম ছিল ‘বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশন’। তবে আন্তর্জাতিক বক্সিং ফেডারেশনের নির্দেশনা অনুযায়ী ‘অ্যামেচার’ শব্দটি বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কুদ্দুস। জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদিত অ্যাডহক কমিটির প্রজ্ঞাপনেও এই পরিবর্তনের প্রতিফলন রয়েছে।