আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য আরও একটি গৌরবজনক মুহূর্ত এনে দিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী বক্সার জিনাত ফেরদৌস। রোববার পর্তুগালের ব্র্যাগা শহরে অনুষ্ঠিত “ব্র্যাগা ওপেন আন্তর্জাতিক বক্সিং টুর্নামেন্ট”-এ ৫০ কেজি ওজনশ্রেণিতে স্বর্ণপদক জিতে সাফল্যের নতুন পালক যুক্ত করলেন তিনি।
টুর্নামেন্টের ফাইনালে জিনাত স্বাগতিক পর্তুগালের বক্সার গঞ্জালেস মিগুয়েল পাওলাকে পরাজিত করে শিরোপা জয় করেন। এর আগে সেমিফাইনালে তিনি স্পেনের এক প্রতিযোগীকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেন। এটি ছাড়াও তার ঝুলিতে রয়েছে নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক বক্সিংয়ে স্বর্ণ এবং পোল্যান্ড ওমেন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জপদক। ২০২৩ সালের হাংজু এশিয়ান গেমসেও অংশ নিয়েছিলেন এই প্রতিভাবান বক্সার।
আরও পড়ুন
জিনাতের সাম্প্রতিক সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস খান। তিনি জানান, ‘জিনাত তার সামর্থ্যের প্রমাণ রেখেছে। তাই তাকে আসন্ন সাউথ এশিয়ান গেমস এবং পরবর্তী এশিয়ান গেমসে জাতীয় দলে অন্তর্ভুক্ত করা হবে।’ তিনি আরও বলেন, “এই প্রতিযোগিতাগুলোর প্রস্তুতির জন্য অর্থসহায়তা প্রয়োজন হবে এবং কোচের বেতনসহ যুক্তরাষ্ট্রে অনুশীলনের ব্যয়ভার বহনে ফেডারেশন সহায়তা করবে।”
ব্র্যাগা ওপেন টুর্নামেন্টে অংশ নিতে জিনাত ফেরদৌস তার কোচ কলিন স্টিফেন মরগ্যানসহ যুক্তরাষ্ট্র থেকে পর্তুগালে যান। পাশাপাশি প্যারিস থেকে দলের সঙ্গে যোগ দেন টিম ম্যানেজার মাহাদী হাসান খান। তাদের সম্মিলিত প্রচেষ্টায় অর্জিত এই সাফল্য দেশের ক্রীড়াঙ্গনে ইতিবাচক বার্তা দিচ্ছে।