ম্যানচেস্টার সিটি এখন চরম দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে। শেষ ১২ ম্যাচে ৯টি হার, ১টি জয় এবং ২টি ড্র—এই অবস্থান সত্যিই নজিরবিহীন। লিগ টেবিলে বর্তমানে ৬ষ্ঠ স্থানে থাকা সিটির প্রধান কোচ পেপ গার্দিওলা তার ক্যারিয়ারে এমন পরিস্থিতির মুখোমুখি আগে কখনো হননি।
এই বিপর্যয়ের সমাধান খুঁজতে গার্দিওলা ফিরছেন তার পুরোনো অস্ত্রের কাছে—সর্বকালের অন্যতম সেরা ফুটবল তারকা লিওনেল মেসি। স্প্যানিশ এই কোচের বিশ্বাস, মেসির উপস্থিতি ম্যানসিটির চলমান সমস্যার সমাধান করতে পারে।
ইতালিয়ান গণমাধ্যম টুট্টোস্পোর্টস জানিয়েছে, গার্দিওলা ছয় মাসের জন্য মেসিকে ধারে ম্যানচেস্টার সিটিতে আনার পরিকল্পনা করেছেন। ইতিমধ্যে এ প্রস্তাব পৌঁছেছে মেসির বর্তমান ক্লাব ইন্টার মায়ামির কাছে। ক্লাবের মালিক ডেভিড বেকহ্যামও এই সিদ্ধান্ত পুরোপুরি মেসির ওপর ছেড়ে দিয়েছেন।
বর্তমানে মেসির হাতে যথেষ্ট সময় রয়েছে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার শুরু হবে আগামী ফেব্রুয়ারিতে। যদি মেসি সিটিতে যোগ দেন, তাহলে অন্তত দুই মাস নিরবচ্ছিন্নভাবে ক্লাবটির জন্য খেলতে পারবেন। তবে এসব এখনো কেবল গুঞ্জন। কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
আরও পড়ুন
গার্দিওলা ও মেসির জুটি এর আগে চার বছরের জন্য একত্রে ছিল। এই সময়ে মেসি ২১৯ ম্যাচে ২১১ গোল করেন এবং ৯২টি গোল করানোর পাশাপাশি বার্সেলোনাকে তিনটি লা লিগা, দুটি চ্যাম্পিয়ন্স লিগ, একটি ট্রেবল এবং একটি হেক্সাজয়ী মৌসুম উপহার দেন। সেই সময়েই গার্দিওলার অধীনে মেসি টানা চারটি ব্যালন ডি’অর জেতেন এবং আধুনিক ফুটবলের জনপ্রিয় কৌশল ‘ফলস নাইন’-এর সফল উদ্ভাবন ঘটে।
আগেও গুঞ্জন শোনা গিয়েছিল যে মেসি ম্যানচেস্টার সিটিতে আসবেন, বিশেষত ২০২১ সালে পিএসজি-তে যোগ দেওয়ার আগে। যদিও সেই গুঞ্জন বাস্তবায়িত হয়নি। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। পেপ গার্দিওলা নিজের প্রিয় শিষ্যকে দলে পেতে মরিয়া। মেসি কি সিটির নতুন ভরসা হয়ে উঠবেন, নাকি সবই গুঞ্জনে সীমাবদ্ধ থাকবে? সময়ই এর উত্তর দেবে।