নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক সৌদি প্রবাসীর স্ত্রীর উপর ধর্ষণচেষ্টা ও শারীরিক নির্যাতনের ঘটনায় মো. শামীম (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ জুলাই) সকালে জামপুর ইউনিয়নের উত্তর কাজিপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ঘটনার পরদিন রোববার (২০ জুলাই) সোনারগাঁ থানায় ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, শনিবার (১৯ জুলাই) রাত দেড়টার দিকে শামীম ও তার এক অজ্ঞাত সহযোগী জানালা দিয়ে ঘরে ঢুকে ওই গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে। বাধা দেওয়ায় তারা কলমের ধারালো অংশ দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়।
পরবর্তীতে আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি বলেন, জীবন নিয়ে শঙ্কা থাকলেও তিনি ঘটনার বিচার চান।
আরও পড়ুন
ভুক্তভোগীর শ্বশুর জাইদুল হক জানান, অভিযুক্ত শামীম চার মাস আগে তাদের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তিনি একজন মাদকাসক্ত বলে দাবি করেন তিনি। এছাড়া ভুক্তভোগীর দেবর সজিব মিয়া অভিযোগ করেন, শামীমের পরিবার মামলা তুলে নিতে তাদের হুমকি দিচ্ছে, ফলে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান জানান, ঘটনার তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিরাপত্তার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও তিনি আশ্বস্ত করেন।