অবশেষে প্রবাসীদের জন্য পাসপোর্ট সংক্রান্ত জটিলতা দূর হলো। এখন থেকে, বিদেশে অবস্থানরত বাংলাদেশীরা শুধু জন্মসনদ ব্যবহার করেই নতুন পাসপোর্ট তৈরি, পুরনো পাসপোর্ট নবায়ন এবং পাসপোর্টের তথ্য সংশোধন করতে পারবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি এই ঘোষণা দিয়েছে এবং এ সংক্রান্ত একটি নির্দেশনা পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।
মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ জানিয়েছে, পাসপোর্ট সেবা আরও সহজ করার লক্ষ্যে এই নতুন নিয়ম চালু করা হয়েছে। পূর্বে, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সাথে জন্মসনদের তথ্যের গরমিল হলে পাসপোর্ট সেবা পেতে সমস্যা হতো।
কিন্তু নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে জন্মসনদের ভিত্তিতেই তথ্য সংশোধন করে পাসপোর্ট ইস্যু বা রি-ইস্যু করা যাবে। এমনকি, জন্ম নিবন্ধন সনদে তথ্যের গরমিলের ক্ষেত্রে সর্বোচ্চ আট বছর পর্যন্ত বয়সের পার্থক্য বিবেচনা করা হবে।
আগে, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদের তথ্যে সামান্য অমিল থাকলে, ই-পাসপোর্টের আবেদন গ্রহণ করা হতো না। নামের বানান বা অন্যান্য তথ্যের সামান্য ভিন্নতা থাকলেও আবেদন বাতিল বলে গণ্য হতো। ফলে, প্রবাসীদের প্রায়শই পাসপোর্ট তৈরি এবং তথ্য সংশোধনের জন্য অতিরিক্ত ঝামেলা পোহাতে হতো।
আরও পড়ুন
পাসপোর্ট অধিদপ্তরের একজন কর্মকর্তা জানান, “আগে জাতীয় পরিচয়পত্রের সাথে নামের বা তথ্যের অমিল থাকলে পাসপোর্ট ইস্যু করা যেত না। এখন থেকে সেই সমস্যা দূর হবে। প্রবাসীরা শুধু জন্মসনদ দিয়েই তাদের পাসপোর্টের আবেদন এবং সংশোধন করতে পারবে।”
এই নতুন নিয়ম প্রবাসীদের জন্য পাসপোর্ট সেবা প্রাপ্তি অনেক সহজ করে তুলবে এবং সময় ও হয়রানি কমাবে বলে আশা করা যাচ্ছে।