বাংলাদেশে বিদেশি নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা প্রাপ্তির প্রক্রিয়া এখন আরও সহজ ও দ্রুততর হলো।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। তিনি জানান, নতুন এই সিস্টেমের মাধ্যমে বিদেশি নাগরিকরা মাত্র ১০ মিনিটের মধ্যে অন-অ্যারাইভাল ভিসা পেতে সক্ষম হবেন।
উপদেষ্টা চৌধুরী বলেন, “বর্তমানে কিছু দেশে অন-অ্যারাইভাল ভিসা পেতে ৪৫ মিনিট থেকে ১ ঘণ্টা সময় লাগে। কিন্তু আমাদের নতুন সিস্টেমে, আবেদনকারী মাত্র ১০ মিনিটের মধ্যে ভিসা পেয়ে যাবেন।”
তিনি আরও ব্যাখ্যা করেন, এই প্রক্রিয়ায় আবেদনকারী অনলাইনে আবেদন করে যাবতীয় তথ্য প্রদান করবেন এবং একটি কোড পাবেন। এয়ারপোর্টে গিয়ে এই কোড দেখিয়ে ডলারে পেমেন্ট করলেই ৫ থেকে ১০ মিনিটের মধ্যে ভিসা ইস্যু হয়ে যাবে। এই ভিসার মেয়াদ হবে ১ মাস।
আরও পড়ুন
পেমেন্ট প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, “সোনালী ব্যাংকে টাকা জমা দিতে যে সময় লাগে, শুধু সেই সময়টুকুই ব্যয় হবে। ভিসার পেমেন্ট কার্ড বা ক্যাশ উভয় পদ্ধতিতেই করা যাবে।”
পাসপোর্ট প্রাপ্তির প্রক্রিয়া সহজীকরণের বিষয়েও তিনি আলোচনা করেন। তিনি বলেন, “পাসপোর্ট যাতে সহজে পাওয়া যায়, সে জন্য পুলিশ ভেরিফিকেশন তুলে দেওয়ার চিন্তা-ভাবনা চলছে। ভেরিফিকেশন থাকলেও যাতে পাসপোর্ট প্রাপ্তি আরও সহজ হয়, সেই চেষ্টা করা হচ্ছে। তবে ভেরিফিকেশন বাদ দেওয়ার চেষ্টাই প্রাধান্য পাবে।”
র্যাব বিলুপ্তির বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “জাতিসংঘের প্রস্তাব নিয়ে আমরা আলোচনা করব। আলোচনার পর আমাদের সিদ্ধান্ত জানানো হবে।”
এই নতুন ভিসা সিস্টেম চালু হওয়ায় বিদেশি নাগরিকদের জন্য বাংলাদেশে ভ্রমণ ও ব্যবসা-বাণিজ্য আরও সহজ ও সুবিধাজনক হবে বলে আশা করা হচ্ছে।