মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতে দুই বাংলাদেশি প্রবাসী লটারিতে বিপুল পরিমাণ অর্থ জিতে হয়েছেন লাখপতি।
তাঁদের মধ্যে সোহেল আহমেদ আলাউদ্দিন জিতেছেন ১ লাখ দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩ লাখ টাকার সমান। অপরজন, সামিউল আলম আব্দুর রাজ্জাক, জিতেছেন ৯০ হাজার দিরহাম, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩০ লাখ।
৪০ বছর বয়সী সোহেল আহমেদ দীর্ঘ ১৭ বছর ধরে দুবাইয়ে বসবাস করছেন। তিনি একটি ফলের দোকান পরিচালনা করেন। গত আট বছর ধরে লটারির টিকিট কিনলেও এবারই প্রথম তিনি জয়ের স্বাদ পেয়েছেন।
আনন্দিত সোহেল বলেন, “এই অর্থ দিয়ে আমি একটি ব্যবসা শুরু করার পরিকল্পনা করছি। এটি আমার বহুদিনের স্বপ্ন। ভবিষ্যতেও লটারির টিকিট কেনা চালিয়ে যাব।”
আরও পড়ুন
অন্যদিকে, পাঁচ বছর ধরে দুবাইয়ে কর্মরত সামিউল আলম জানান, তিনি এবং তাঁর আরও ২৯ জন সহযোগী মিলে গ্রুপ আকারে লটারির টিকিট কেনেন।
এই জয়ের ফলে তিনি গ্রুপের সদস্যদের মাঝে প্রাপ্ত অর্থ ভাগ করে দেবেন। সামিউল বলেন, “এই জয় আমার জন্য বড় পাওয়া। আমরা সবাই মিলে কাজ করি এবং এই অর্থ সবার জন্যই ভাগ করে দেওয়া হবে।”
উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীরা নিয়মিতভাবে বিভিন্ন লটারিতে অংশগ্রহণ করেন। প্রতি মাসেই কেউ না কেউ এই লটারির মাধ্যমে কোটিপতি হওয়ার সুযোগ পান। এবারের জয়ে দুই বাংলাদেশির সাফল্য তাঁদের পরিশ্রম আর ভাগ্যের মেলবন্ধনের উদাহরণ হয়ে উঠেছে।