প্রবাসী বাংলাদেশিসহ ১০৫ অভিবাসী আটক

প্রবাসী বাংলাদেশিসহ ১০৫ অভিবাসী আটক

মালয়েশিয়ার জোহর রাজ্যের মাসাই এলাকায় নতুন বছরের প্রথম দিনেই অভিযান চালিয়ে ৬৪ বাংলাদেশিসহ ১০৫ জন অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।

জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে জানিয়েছেন, বুধবার গভীর রাতে শ্রমিকদের বসতিতে এ অভিযান চালানো হয়। মোট ৪৫৪ জনের কাগজপত্র পরীক্ষা করে অনিয়ম থাকার কারণে ১০৫ জনকে আটক করা হয়।

আটক হওয়া অভিবাসীদের মধ্যে ৬৪ জন বাংলাদেশি, ২০ জন ইন্দোনেশিয়ান পুরুষ এবং ৪ জন নারী, ১৬ জন মিয়ানমারের পুরুষ, ১ জন পাকিস্তানি তাদের বয়স ২০ থেকে ৫৬ বছরের মধ্যে।

অভিযানের পর আটককৃতদের তদন্ত এবং আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য পেকান নেনাস ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। দেশটির অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের অভিযান অনিবন্ধিত অভিবাসীদের চিহ্নিত ও নিয়ন্ত্রণে ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

মালয়েশিয়ায় অভিবাসীদের সঠিক নথিপত্র ছাড়া কাজ করার প্রবণতা বাড়ায় কর্তৃপক্ষ এ ধরনের অভিযান আরও জোরদার করেছে। নতুন বছরের শুরুতেই এই অভিযান দেশটির কঠোর অভিবাসন নীতিরই প্রতিফলন।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize