সড়ক দুর্ঘটনায় প্রবাসী নারী নিহত, মেয়েসহ আহত ৪

সড়ক দুর্ঘটনায় প্রবাসী নারী নিহত, মেয়েসহ আহত ৪

টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী নারী নিহত হয়েছেন এবং তার মেয়ে সহ চারজন আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম শারমিন হক বীথি (৩৫), যিনি দক্ষিণ কোরিয়ায় বসবাস করতেন।

আজ বুধবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস বাসস্ট্যান্ডের কাছে ওভারব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

শারমিন হক বীথি মির্জাপুর সদরের বাইমহাটি গ্রামের ময়নূল হকের মেয়ে। তিনি মেয়েসহ স্বামী ও পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে দক্ষিণ কোরিয়ায় বসবাস করতেন।

দুর্ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন বীথির ৭ বছরের মেয়ে আলিজা, বড় ভাইয়ের মেয়ে পিয়াম, ভাতিজি মানহা এবং অটোরিকশার চালক নয়ন মিয়া।

আহতদের উদ্ধার করে প্রথমে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে এবং পরবর্তীতে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শেখ ফজিলাতুন নেছা হাসপাতালে পাঠানো হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, শারমিন হক বীথি দুই মাস আগে মেয়েকে নিয়ে দেশে আসেন। আজ দুপুরে তিনি তার মেয়েসহ বড় ভাইয়ের মেয়ে ও ভাতিজিকে নিয়ে অটোরিকশায় জেলা সদরের ত্রিমোহন এলাকা ঘুরতে বের হন।

তাদের অটোরিকশাটি মির্জাপুর বাইপাসের ওভারব্রিজের কাছে পৌঁছালে ঢাকা থেকে আসা একটি দ্রুতগতির বাস অটোরিকশাটিকে চাপা দেয় এবং পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শারমিন হক বীথি নিহত হন।

মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান জানিয়েছেন, দুর্ঘটনার পর বাসটি পালিয়ে গেছে এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী মোটরসাইকেল মেকানিক জালাল মিয়া বলেন, “দুপুরের দিকে একটি বাস অটোরিকশাকে চাপা দিয়ে দ্রুতগতিতে টাঙ্গাইলের দিকে চলে যায়।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post