সৌদিতে বিনোদন পার্কের রাইডে ভয়াবহ দুর্ঘটনা

23 injured in saudi arabia amusement park ride collapse

সৌদি আরবের তাইফের হাদা এলাকায় অবস্থিত গ্রিন মাউন্টেন পার্কে একটি ভয়াবহ রাইড দুর্ঘটনা ঘটে গেছে, যাতে অন্তত ২৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, জনপ্রিয় এক ৩৬০ ডিগ্রি ঘূর্ণায়মান দোলনাকৃতি রাইডটি চলাকালীন হঠাৎ ভেঙে পড়ে।

ভিডিওতে দেখা গেছে, রাইডটি পুরোপুরি ঘূর্ণায়মান অবস্থায় থাকাকালীন হঠাৎ মাঝখানের প্রধান খুঁটি ভেঙে দু’ভাগ হয়ে ছিটকে পড়ে। এতে যাত্রীরা রাইড থেকে ছিটকে মাটিতে পড়েন এবং অনেকেই তীব্র আঘাত পান। সৌদি দৈনিক ওকাজের খবরে বলা হয়েছে, ভেঙে পড়া খুঁটি পার্কে থাকা অন্যান্য দর্শনার্থীদের ওপরও আছড়ে পড়ে, ফলে আরও অনেকে আহত হন।

দুর্ঘটনার পরপরই তাইফ অঞ্চলের একাধিক হাসপাতালে জরুরি ‘হলুদ কোড’ জারি করা হয় এবং দ্রুত উদ্ধার অভিযান শুরু হয়। নিরাপত্তা বাহিনী ও জরুরি সেবাদানকারী সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বিভিন্ন হাসপাতালে পাঠায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যান্ত্রিক ত্রুটির কারণেই এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। রাইডের গতি এবং ভারসাম্য রক্ষা করার মূল কাঠামোটিই ভেঙে পড়ায় হতাহতের সংখ্যা বাড়ে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। তারা খতিয়ে দেখছে কী ধরনের ত্রুটি বা অবহেলার কারণে এমন দুর্ঘটনা ঘটেছে, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize