দক্ষতা ভিত্তিক নতুন ওয়ার্ক ভিসা ব্যবস্থা চালু করেছে সৌদি আরব। এই নতুন নিয়ম অনুযায়ী, কর্মীদের তিনটি স্তরে শ্রেণিবিন্যাস করা হবে, হাই-স্কিলড, স্কিলড এবং বেসিক। ৫ জুলাই ২০২৫ থেকে এই নিয়ম বর্তমান কর্মীদের ক্ষেত্রে কার্যকর হলেও, ৩ আগস্ট থেকে নতুন বিদেশি কর্মীদের জন্যও এটি প্রযোজ্য হবে।
আগে শুধুমাত্র চাকরির শিরোনামের ওপর ভিত্তি করে ভিসা দেওয়া হতো, যা অনেক সময় কর্মীর প্রকৃত যোগ্যতা বা দায়িত্বের সঙ্গে মিলতো না। নতুন এই ব্যবস্থায় সেই গড়মিল দূর হবে।
‘হাই-স্কিলড’ ক্যাটাগরিতে থাকবেন চিকিৎসক, প্রকৌশলী এবং আইটি বিশেষজ্ঞরা, যাদের জন্য শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং বেতনের ভিত্তিতে পয়েন্ট মূল্যায়ন করা হবে। ‘স্কিলড’ পর্যায়ে আসবেন অভিজ্ঞ টেকনিশিয়ান, সুপারভাইজার ও প্রশাসনিক কর্মীরা। আর ‘বেসিক’ ক্যাটাগরি নির্ধারিত হয়েছে সাধারণ শ্রমিক ও সহায়ক কর্মীদের জন্য, যাদের বয়সসীমা সর্বোচ্চ ৬০ বছর।
আরও পড়ুন
নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোকে সরকারি প্ল্যাটফর্ম কিউয়া-তে (Qiwa) কর্মীদের সঠিক তথ্য ও চুক্তি হালনাগাদ করতে বলা হয়েছে। কোনো গড়মিল ধরা পড়লে ভবিষ্যতে নিয়োগে নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হবে। এই পরিবর্তনের ফলে যোগ্য পেশাজীবীরা আরও ভালো চাকরি ও উন্নত ক্যারিয়ার সুযোগের মুখোমুখি হবেন।