গাজায় যুদ্ধ না থামালে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয় : সৌদি আরব

Saudi arabia says no ties with israel unless war in gaza ends

সৌদি আরব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং গাজায় চলমান যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না। জাতিসংঘের নিউইয়র্ক সদরদপ্তরে সোমবার (২৮ জুলাই) এক যৌথ সংবাদ সম্মেলনে এই অবস্থান তুলে ধরেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল বারোরের সঙ্গে যৌথভাবে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রিন্স ফয়সাল বলেন, “ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত সরাসরি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অগ্রগতির ওপর নির্ভর করছে। এটি আমাদের নীতিগত এবং সুস্পষ্ট অবস্থান।” তিনি আরও বলেন, এই অবস্থান থেকেই ভবিষ্যতের যেকোনো আলোচনার ভিত্তি তৈরি হবে।

ফয়সাল বিন ফারহান বলেন, “আমরা আশা করি, এই বার্তাটি আন্তর্জাতিক মহলে একটি বাস্তবধর্মী রাজনৈতিক গতি সৃষ্টি করবে, যা সম্পর্ক স্বাভাবিককরণে সহায়ক হতে পারে।” তবে বর্তমানে গাজায় প্রতিদিন প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের মধ্যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা অবাস্তব এবং অগ্রহণযোগ্য বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে সৌদি আরব ও ফ্রান্সের যৌথ উদ্যোগে একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে ফিলিস্তিন-ইসরায়েল সংকট নিরসনে দ্বি-রাষ্ট্রীয় সমাধানকে মূল ভিত্তি হিসেবে গ্রহণ করা হয়। ওই সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আবারও জোর দিয়ে বলেন, “এই সংকটের একমাত্র টেকসই সমাধান হলো স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ও গাজায় যুদ্ধ বন্ধ। তা না হলে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের কোনো ভিত্তি তৈরি হবে না।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize