মৃত্যুদণ্ড কার্যকরে নতুন রেকর্ডের পথে সৌদি আরব

More than 13,000 illegal immigrants arrested in saudi arabia

সৌদি আরবে চলতি বছর এখন পর্যন্ত ২১৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যা গত বছরের মোট সংখ্যার কাছাকাছি পৌঁছে গেছে। ২০২৪ সালে দেশটিতে সর্বোচ্চ ৩৩৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল।
বিশেষজ্ঞদের মতে, মাদক চোরাচালান ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়ার কারণে এই সংখ্যা বাড়ছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, সৌদি আরব এখন অবৈধ উত্তেজক মাদক ‘ক্যাপটাগন’-এর বড় বাজারে পরিণত হয়েছে। এ বছর কেবল মাদক-সংশ্লিষ্ট মামলায় ১৪৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ২০২২ সালে তিন বছর পর আবারও মাদক মামলায় মৃত্যুদণ্ড কার্যকর শুরু করে সৌদি সরকার। এএফপির তথ্য অনুযায়ী, ২০২২ সালে ১৯ জন, ২০২৩ সালে ২ জন এবং ২০২৪ সালে ১১৭ জনকে মাদক মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়।

দেশটির বিভিন্ন সীমান্ত ও মহাসড়কে কড়া তল্লাশির মাধ্যমে লাখ লাখ ট্যাবলেট উদ্ধার এবং অনেক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য বলছে, গত দশকে মাদক মামলায় প্রায় ৬০০ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize