সৌদি আরবের আল-খারাজ ও আশপাশের এলাকায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের জন্য বিশেষ কনসুলার সেবা কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। আগামী ৮ ও ৯ আগস্ট ২০২৫ (শুক্র ও শনিবার) সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কাজেম আল-কাওয়াদিয়া হলে (আব্দুল্লাহ ফ্রাইহ হাসপাতালের পাশে) এ সেবা প্রদান করা হবে।
এই মোবাইল ক্যাম্পের মাধ্যমে ই-পাসপোর্টের আবেদন গ্রহণ, প্রবাসী কল্যাণ কার্ড সরবরাহ, SEP প্রোগ্রামের নিবন্ধন, আইনি ও শ্রমিক সহায়তা, পুলিশ ক্লিয়ারেন্স, পাওয়ার অব অ্যাটর্নি ও নথি সত্যায়নসহ নানা গুরুত্বপূর্ণ সেবা প্রদান করা হবে। এছাড়া, সোনালী ব্যাংক বাংলাদেশি নাগরিকদের জন্য ই-সেবা অ্যাকাউন্ট খোলা, ই-ওয়ালেট নিবন্ধন এবং রেমিটেন্স ব্যবস্থার সুবিধাও দেবে।
ই-পাসপোর্টের জন্য অনলাইনে www.epassport.gov.bd এ আবেদনপত্র পূরণ করে প্রিন্ট কপি ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে বলা হয়েছে। আবেদনকারীদের জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক।
দূতাবাস কর্তৃপক্ষ জানায়, দূরবর্তী এলাকায় থাকা প্রবাসীদের জন্য এ ধরনের ক্যাম্প স্থাপন নিয়মিতভাবে অব্যাহত থাকবে, যেন সবাই প্রয়োজনীয় সেবা সহজে পায়।