সৌদি আরব বিনোদন জগতের পরিধি আরও বিস্তৃত করতে যাচ্ছে। এ লক্ষ্যে দেশটির রাজধানী রিয়াদে আয়োজন করা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় কমেডি উৎসব— ‘রিয়াদ কমেডি ফেস্টিভ্যাল’। ২৬ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত চলবে এই বহুল প্রত্যাশিত আয়োজন। খবর গালফ নিউজের।
সৌদি সংস্কৃতি কর্তৃপক্ষের চেয়ারম্যান তুর্কি আলাল শেখ সামাজিক মাধ্যমে এক ঘোষণায় জানান, এবারই প্রথমবারের মতো রিয়াদে এমন একটি বৃহৎ পরিসরের আন্তর্জাতিক কমেডি উৎসব হতে যাচ্ছে। ইতোমধ্যে উৎসব ঘিরে প্রস্তুতি শুরু হয়েছে এবং আন্তর্জাতিক তারকাদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে।
আন্তর্জাতিকভাবে পরিচিত স্ট্যান্ডআপ কমেডিয়ান কেভিন হার্ট এই আয়োজনে অংশ নিতে সম্মতি দিয়েছেন। তাকে ঘিরে উৎসবের একটি প্রমোশনাল ভিডিওও প্রকাশ করা হয়েছে। তুর্কি আলাল শেখ জানান, ‘কমেডির রাজা রিয়াদে আসছেন। কেভিন হার্ট প্রস্তুত পুরো মঞ্চ কাঁপিয়ে দিতে।’
আরও পড়ুন
উৎসবটি রিয়াদের বুলেভার্ড সিটি এলাকায় অনুষ্ঠিত হবে, যা দেশটির মিডিয়া ও বিনোদনের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অন্তত ৫০ জন শীর্ষস্থানীয় কমেডিয়ান এতে অংশ নেবেন বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।
কেভিন হার্ট ছাড়াও অনুষ্ঠানে অংশ নিচ্ছেন সেবাস্টিয়ান ম্যানিসকালকো এবং রাসেল পিটার্স। রাসেল পিটার্স একজন ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় কমেডিয়ান, যিনি বহুজাতিক সংস্কৃতি ও সমাজবিষয়ক কৌতুকের জন্য বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়। এই আয়োজনের মাধ্যমে সৌদি আরব বিশ্ব বিনোদন মানচিত্রে আরও একধাপ এগিয়ে গেল।