সৌদিতে সাঁড়াশি অভিযানে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

More than 22,000 expatriates arrested in saudi raids

সৌদি আরবের বিভিন্ন এলাকায় আবাসিক, শ্রম এবং সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে গত এক সপ্তাহে ২২ হাজার ৪৯৭ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) সৌদি প্রেস এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ১৩ হাজার ৮১৭ জনকে আবাসিক আইন, ৫ হাজার ২৮০ জনকে সীমান্ত পারাপারের নিয়ম ভাঙা এবং ৩ হাজার ৪০০ জনকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে আটক করা হয়েছে। এদের মধ্যে ১ হাজার ৬৮৭ জন সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে সৌদি প্রবেশ করেছিলেন, যাদের ৬১ শতাংশ ইথিওপীয়, ৩৮ শতাংশ ইয়েমেনি এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

এছাড়াও, সৌদি থেকে পালানোর সময় ৪০ জনকে এবং অবৈধ পরিবহন ও আশ্রয়ের অভিযোগে আরও ১৫ জনকে আটক করা হয়েছে। এই অভিযান সৌদি সরকারের চলমান অভিবাসন নিয়ন্ত্রণ নীতির অংশ হিসেবে পরিচালিত হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোর হুঁশিয়ারি দিয়ে জানায়, কোনো ব্যক্তি যদি অবৈধভাবে কাউকে সৌদি প্রবেশে সহায়তা, পরিবহন বা আশ্রয় দেন, তবে তার সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা এবং সম্পত্তি ও যানবাহন বাজেয়াপ্ত করার বিধান রয়েছে।

আইন লঙ্ঘনের তথ্য জানাতে মক্কা ও রিয়াদ অঞ্চলের বাসিন্দাদের ৯১১ এবং অন্যান্য অঞ্চলের নাগরিকদের ৯৯৯ অথবা ৯৯৬ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। সৌদি সরকার অভিবাসন সংক্রান্ত নিয়ম কঠোরভাবে বাস্তবায়নের ওপর জোর দিচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize