সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাত ওমরাহযাত্রী নিহত

Seven umrah pilgrims killed in road accident in saudi arabia

সৌদি আরবে ঘটে যাওয়া একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাতজন পাকিস্তানি ওমরাহযাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারটি শিশুও রয়েছে বলে নিশ্চিত করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ। শুক্রবার (২৬ জুলাই) এই দুর্ঘটনার খবর জানায় সংবাদমাধ্যমটি।

নিহতরা সবাই পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা গেছে, ১১ দিন আগে তারা সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে যান। ওমরাহ পালন শেষে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে তাদের গাড়ি। এ ঘটনায় পরিবারের আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

নিহতদের জানাজার নামাজ সৌদি আরবেই অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

এর আগে চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে আরও ১৮ জন পাকিস্তানি নাগরিকের মৃত্যু হয়। অধিকাংশই ছিলেন প্রবীণ এবং হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত। তাদের সবাইকে মদিনার জান্নাতুল বাকিতে দাফন করা হয়। ২০২৩ সালেও হজের সময় ৩৫ জন পাকিস্তানি নাগরিকের মৃত্যুর খবর পাওয়া যায়।

উল্লেখ্য, সৌদি আরবে সড়ক দুর্ঘটনার ঘটনা নতুন নয়। ২০২৩ সালের ২৮ মার্চ ওমরাহ পালনরত অবস্থায় এক ভয়াবহ বাস দুর্ঘটনায় আটজন বাংলাদেশিসহ মোট ২০ জন প্রাণ হারান। ওই ঘটনায় আহত হয়েছিলেন আরও অন্তত ১৮ জন বাংলাদেশি। ওমরাহ বা হজ মৌসুমে অতিরিক্ত যানবাহন চলাচল ও ট্রাফিক চাপের কারণে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize