সৌদি আরবে বসবাসরত লাখো বাংলাদেশি প্রবাসীর জন্য সুখবর দিলো সরকার। এবার তাদের জন্য সরাসরি পাঠানো হচ্ছে দেশি ইলিশ। চলতি বছরের অক্টোবরের মধ্যে সৌদি আরবে ১১ হাজার টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সম্প্রতি সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, প্রবাসীদের দীর্ঘদিনের দাবি ও আবেগকে সম্মান জানিয়ে পরীক্ষামূলকভাবে এই রপ্তানির উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষত সৌদি আরবের মতো দেশে, যেখানে কয়েক লক্ষ বাংলাদেশি প্রবাসী বসবাস করেন, সেখানে ইলিশ মাছের কদর আলাদা। দেশের স্বাদ সেখানে পৌঁছে দিতে নেওয়া হয়েছে এ উদ্যোগ।
তবে দেশের বাজারে ইলিশের দাম এখন আকাশছোঁয়া। এক কেজির ওপর ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২৩০০ থেকে ২৪০০ টাকায়। ৮০০-৯০০ গ্রামের মাছও মিলছে না ২০০০ টাকার নিচে। গ্রামাঞ্চলের অনেক হাটে তো ইলিশের দেখা-ই মেলে না। চাঁদপুর, মুন্সীগঞ্জের মতো এলাকায় ভরা মৌসুমেও কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ উঠছে না—বলছেন জেলেরা। এতে করে দাম বাড়ছে, ক্ষোভ বাড়ছে ভোক্তাদের মধ্যেও।
আরও পড়ুন
বাংলাদেশ বিশ্বের ৮৬ শতাংশ ইলিশ উৎপাদন করে। ২০২২-২৩ অর্থবছরে উৎপাদন ছিল ৫৭১ হাজার টন। তবে সাম্প্রতিক তথ্য বলছে, ২০২৩-২৪ সালে তা কমে দাঁড়িয়েছে ৫২৯ হাজার টনে।বিশেষজ্ঞরা বলছেন—রপ্তানি বাড়াতে হলে দেশীয় সরবরাহ ও প্রজনন সুরক্ষা একসঙ্গে দেখতে হবে। দেশি ইলিশের স্বাদ এবার পৌঁছাবে সৌদি প্রবাসীদের প্লেটে। তবে সেই সঙ্গে প্রশ্ন থেকে যাচ্ছে—দেশের ভোক্তাদের জন্য কবে সহজলভ্য হবে পদ্মার রূপালি স্বপ্ন?