সৌদি আরবে ভবন থেকে পড়ে বাংলাদেশী মৃত্যু

Bangladeshi dies after falling from building in saudi arabia

সৌদি আরবের দাম্মামে নির্মাণকাজে অংশ নেওয়ার সময় ভবন থেকে পড়ে শহিদ (৩০) নামে এক বাংলাদেশি শ্রমিক প্রাণ হারিয়েছেন। মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার (২২ জুলাই) সৌদি সময় বিকাল ৩টা, বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে। নিহত শহিদের বাড়ি ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের নতুন গ্রামে। তিনি মজিবর রহমানের ছেলে।

জানা যায়, দুর্ঘটনার পর অন্যান্য সহকর্মীরা তাকে গুরুতর আহত অবস্থায় দ্রুত স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রায় ১২ ঘণ্টা আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই করে বুধবার (২৩ জুলাই) বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে শহিদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শহিদের মৃত্যুতে তার পরিবারে নেমে এসেছে গভীর শোক। সন্তান হারিয়ে শোকে বিহ্বল বাবা-মা, স্ত্রী এবং স্বজনরা। পুরো গ্রামে চলছে শোকের মাতম। শহিদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন তার স্বজনেরা।

পারিবারিক সূত্রে জানা গেছে, শহিদ ছিলেন পরিবারের বড় সন্তান এবং প্রধান উপার্জনকারী। তার ওপর নির্ভর করছিল স্ত্রী, দুই কন্যা, এক পুত্র ও অন্যান্য সদস্যরা। মাত্র চার মাস আগে তিনি জীবিকার তাগিদে সৌদি আরবে যান এবং একটি নির্মাণ প্রতিষ্ঠানে কাজ শুরু করেন।

ঢেউখালী ইউনিয়ন পরিষদের সদস্য সোহরাব মাতুব্বর শহিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize