গাড়ি চালানো শিখতে গিয়ে সৌদিতে বাংলাদেশির মৃত্যু

Bangladeshi dies in saudi arabia while learning to dri

সৌদি আরবের মাহিল শহরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কক্সবাজারের পেকুয়া উপজেলার যুবক সাকিবুর রহমান (২৫)। বুধবার (২৩ জুলাই) বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

সাকিবুর রহমান পেকুয়ার মহুরীপাড়া এলাকার বাসিন্দা। মাত্র দেড় মাস আগে, চলতি বছরের ৬ জুন সৌদি আরবে পাড়ি জমান কর্মসংস্থানের আশায়। সেখানে গিয়ে গাড়ি চালানো শেখার সময় এই দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।

নিহতের বড় ভাই সাঈদুর রহমান প্রথম আলোকে জানান, গাড়ি চালানোর প্রশিক্ষণ নিতে গিয়ে সাকিবুর দুর্ঘটনায় পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। একই ঘটনায় তাঁদের আরেক স্বজনও আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

মগনামা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বদিউল আলম বলেন, সাকিবুরের মরদেহ দেশে ফেরত আনতে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করা হচ্ছে। দেড় মাসের ব্যবধানে এমন মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

পরিবারের স্বপ্ন ভেঙে চুরমার করে সৌদি মাটিতে ঝরে গেল আরেক তরুণের জীবন। ভাগ্যগড়ার আশায় বিদেশে গিয়ে অনাকাঙ্ক্ষিত এ মৃত্যুকে মেনে নিতে পারছেন না কেউ।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize