সৌদিতে মৃত্যুদণ্ড থেকে রক্ষা পেলেন প্রবাসী

Expatriate saved from death penalty in saudi arabia

দীর্ঘ ১০ বছর মৃত্যুদণ্ডের শঙ্কায় প্রবাসজীবন কাটানোর পর অবশেষে প্রাণে বেঁচে গেলেন সৌদিপ্রবাসী কেনিয়ান নাগরিক স্টেফেন আব্দুলকারিম মুনাইখো।

২০১১ সালে সৌদি আরবে কর্মরত অবস্থায় এক ইয়েমেনি সহকর্মীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ কার্যকর হয়। শুরুতে পাঁচ বছরের কারাদণ্ড হলেও পরে আদালতের রায়ে তা মৃত্যুদণ্ডে রূপান্তরিত হয়।

তবে কেনিয়া সরকারের কূটনৈতিক তৎপরতা ও ইসলামিক দাতব্য সংস্থার সহযোগিতায় ইয়েমেনি ভুক্তভোগীর পরিবারকে ১০ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ (দিয়ত) দেওয়ার মাধ্যমে এ সাজা মওকুফ হয়। ইসলামি শরিয়াহ অনুযায়ী, হত্যার ঘটনায় দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে নিহতের পরিবার অর্থের বিনিময়ে ক্ষমা করলে মৃত্যুদণ্ড বাতিল করা যায়। একে বলা হয় ‘দিয়ত’ বা রক্তপণ।

সৌদি আরবে এখনো এই শরিয়াহ-ভিত্তিক আইন বলবৎ রয়েছে, যেখানে এমন সিদ্ধান্ত একমাত্র নিহতের পরিবারই নিতে পারে—সরকার প্রধানেরও এতে হস্তক্ষেপের অধিকার নেই। মুক্তির পর স্টেফেন ওমরা আদায় করেছেন। তবে তিনি কখনও নিজ দেশে ফিরবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize