সৌদি আরবে সাম্প্রতিক অভিযানে বিপুলসংখ্যক প্রবাসী গ্রেপ্তার হওয়ায় গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। ১০ থেকে ১৬ জুলাইয়ের মধ্যে দেশব্যাপী পরিচালিত অভিযানে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ২৩ হাজারেরও বেশি প্রবাসীকে আটক করে সৌদি কর্তৃপক্ষ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, এদের মধ্যে ১৪ হাজারের বেশি আবাসিক আইন, ৫ হাজারের বেশি সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজারের বেশি শ্রম আইন ভঙ্গের দায়ে অভিযুক্ত।
এ ছাড়া, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের দায়ে প্রায় ১,৬০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে অধিকাংশই ইথিওপীয় ও ইয়েমেনি নাগরিক। পালানোর চেষ্টাকালে ৪১ জন এবং অবৈধভাবে প্রবাসীদের পরিবহন ও আশ্রয় দেওয়ার অভিযোগে আরও ২২ জনকে আটক করা হয়।
বর্তমানে ১৬ হাজারেরও বেশি প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান। অনেককে নিজ নিজ দেশের দূতাবাসের সহায়তায় ফেরত পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে, এবং ইতিমধ্যে ১০ হাজারের বেশি প্রবাসীকে বহিষ্কার করা হয়েছে।
আরও পড়ুন
সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, কেউ যদি অবৈধভাবে প্রবাসীদের আশ্রয়, পরিবহন বা অনুপ্রবেশে সহায়তা করে, তার বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে।