অনিয়মের অভিযোগে ৭ ওমরাহ কোম্পানির লাইসেন্স স্থগিত করল সৌদি সরকার

Saudi government suspends licenses of 7 umrah companies over irregularities

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় গুরুতর অনিয়মের অভিযোগে সাতটি ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করেছে। এসব কোম্পানি সরকারি অনুমোদন ছাড়া অবৈধ আবাসনে ওমরাহ যাত্রীদের রাখছিল — যা স্পষ্টভাবে মন্ত্রণালয়ের নির্ধারিত নিয়মবিধির লঙ্ঘন।

মঙ্গলবার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, এ ধরনের অনিয়ম ওমরাহ যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এজন্য সংশ্লিষ্ট কোম্পানিগুলোর বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আইন অনুযায়ী শাস্তির মুখোমুখি হতে হবে তাদের।

মন্ত্রণালয় আরও জানায়, সকল ওমরাহ যাত্রী যেন সর্বোচ্চ মান ও দক্ষতার সঙ্গে পূর্ণ সেবা পান, তা নিশ্চিত করাই তাদের অগ্রাধিকার। যেসব কোম্পানি চুক্তিভিত্তিক দায়িত্ব পালনে ব্যর্থ হবে বা যাত্রীদের নিরাপত্তা বিপন্ন করবে, তাদের প্রতি কোনো ধরনের সহনশীলতা দেখানো হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সব ওমরাহ পরিচালনাকারী প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে চুক্তিভিত্তিক সেবা নিশ্চিত করতে এবং মন্ত্রণালয়ের সকল নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে। ওমরাহ যাত্রীদের অভিজ্ঞতা উন্নত করতে এবং তাঁদের সন্তুষ্টি নিশ্চিত করতে এসব মানদণ্ড মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize