সৌদি আরব জনস্বাস্থ্য সুরক্ষা, পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং তরুণদের তামাকের প্রতি আসক্তি রোধে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে। দেশটির সরকার ঘোষণা করেছে, মুদি দোকান, কিয়স্ক ও অন্যান্য ছোট আকারের ব্যবসা প্রতিষ্ঠান কিংবা স্বয়ংক্রিয় বিক্রয় যন্ত্রের (ডিজিটাল কিয়স্ক) মাধ্যমে আর তামাকজাত পণ্য বিক্রি করা যাবে না।
সৌদি আরবের পৌর ও গ্রামীণ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় জানানো হয়েছে, সিগারেট, ই-সিগারেট, শিশা এবং সব ধরনের তামাকজাত পণ্যের বিক্রি সুপারমার্কেট, হাইপারমার্কেট ও কনভেনিয়েন্স স্টোরেও নিষিদ্ধ। এমনকি এসব দোকানে তামাকজাত দ্রব্য প্রদর্শন করাও নিষিদ্ধ করা হয়েছে।
যদি কোনো লাইসেন্সধারী প্রতিষ্ঠান তামাকজাত দ্রব্য বিক্রি করে, তবে তা আলাদা কেবিনেটে দৃশ্যমান না রেখে সংরক্ষণ করতে হবে। একই সঙ্গে, ১৮ বছরের নিচে কাউকে এসব পণ্য বিক্রি করলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে বলেও সতর্ক করেছে মন্ত্রণালয়।
আরও পড়ুন
নতুন নীতিমালায় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ন্যূনতম আয়তন ও কার্যক্রম সম্পর্কে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। উদাহরণস্বরূপ, মুদি দোকানের আয়তন হতে হবে কমপক্ষে ২৪ বর্গমিটার, সুপারমার্কেটের ১০০ বর্গমিটার এবং হাইপারমার্কেটের ক্ষেত্রে ৫০০ বর্গমিটার। একই সঙ্গে দোকানের রঙ, সাইনবোর্ড এবং ফন্ট নিয়েও নির্দিষ্ট গাইডলাইন দেওয়া হয়েছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত শুধু তামাক নিয়ন্ত্রণ নয়, বরং সমাজের নৈতিক পরিবেশ বজায় রাখার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সৌদি সরকারের এমন উদ্যোগ তরুণ প্রজন্মকে ক্ষতিকর অভ্যাস থেকে দূরে রাখতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।