মধ্যপ্রাচ্যের রক্ষণশীল দেশ সৌদি আরবে নারীদের সামাজিক অংশগ্রহণ ও কর্মজীবনে অংশগ্রহণ অনেকদিন ধরেই সীমিত ছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে সেই চিত্র। একসময় যেখানে নারীদের ঘরের বাইরে কাজ করা কঠোরভাবে নিরুৎসাহিত করা হতো, এখন সেখানে নারীরা রাস্তায় গাড়ি চালাচ্ছেন, অংশ নিচ্ছেন বিভিন্ন পেশায়।
এই ধারাবাহিক পরিবর্তনের অংশ হিসেবে এবার সৌদি আরবে চালু হতে যাচ্ছে নারীদের জন্য বিশেষ উবার সেবা, যেখানে গাড়ি চালাবেন শুধুমাত্র নারী চালকরা এবং যাত্রী হিসেবেও থাকবেন নারীরাই। সোমবার রিয়াদে এক অনুষ্ঠানে এ ঘোষণা দিয়েছে উবার কর্তৃপক্ষ। ‘নারীদের দ্বারা, নারীদের জন্য’ এই স্লোগানকে সামনে রেখে এই নতুন সেবা আগামী কয়েক সপ্তাহের মধ্যেই চালু হবে।
উল্লেখ্য, সৌদি সরকার ২০১৮ সালে প্রথমবারের মতো নারীদের গাড়ি চালানোর অনুমতি দেয়। এরপর থেকেই নারীরা ধীরে ধীরে রাস্তায় গাড়ি চালাতে শুরু করেন। নতুন এই উবার সেবা সেই পরিবর্তনেরই একটি নতুন ধাপ। নারীরা যাতে আরও নিরাপদ ও আত্মবিশ্বাসের সঙ্গে চলাফেরা করতে পারেন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ।
আরও পড়ুন
উবার কর্তৃপক্ষ জানিয়েছে, ধাপে ধাপে সৌদি আরবের বিভিন্ন বড় শহরে এই নারী-চালিত উবার সেবা চালু করা হবে। এর ফলে একদিকে যেমন নারীদের নিরাপদ ভ্রমণের সুযোগ তৈরি হবে, তেমনি নতুন কর্মসংস্থানেরও দরজা খুলবে দেশটির নারী সমাজের জন্য।
এর আগে ইরাক ও ইরানেও এ ধরনের নারী-চালিত উবার সেবা চালু হয়েছে এবং তা সাড়া ফেলেছে নারী যাত্রীদের মধ্যে। সৌদিতেও আশা করা হচ্ছে, এই সেবা নারীদের যাতায়াতে একটি নিরাপদ, সাশ্রয়ী এবং স্বস্তিদায়ক বিকল্প হয়ে উঠবে। একইসঙ্গে সমাজে নারীদের অংশগ্রহণ বৃদ্ধিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।