সৌদিতে পতিতাবৃত্তির দায়ে ১২ প্রবাসী গ্রেপ্তার

12 expatriates arrested for prostitution in saudi arabia

সৌদি আরবের নাজরান প্রদেশে পতিতাবৃত্তির অভিযোগে সাত নারী ও পাঁচ পুরুষসহ মোট ১২ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নাজরা এলাকার একটি অ্যাপার্টমেন্টে তারা এই অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করছিলেন। তাদের মধ্যে সাতজন নারী আর পাঁচজন পুরুষ। মঙ্গলবার (১৫ জুলাই) সৌদি গ্যাজেট এ তথ্য জানায়।

এই অভিযানটি পরিচালনা করে নাজরান পুলিশের স্পেশাল টাস্ক অ্যান্ড ডিউটি ফোর্স। তাদের সহায়তা করে কমিউনিটি সিকিউরিটির জেনারেল ডিরেক্টরেট এবং মানবপাচারবিরোধী ইউনিট। অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে মামলাটি ইতোমধ্যে পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে।

সৌদি আইনে পতিতাবৃত্তিকে একটি গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হয়। এর জন্য রয়েছে কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান। যদিও ২০২০ সালের এপ্রিল পর্যন্ত এই অপরাধে বেত্রাঘাতের শাস্তিও ছিল, পরবর্তীতে সুপ্রিম কোর্টের জেনারেল কমিশনের আদেশে সেই শাস্তি বাতিল করা হয়।

সৌদি কর্তৃপক্ষ জানায়, যদি কোনো প্রবাসী পতিতাবৃত্তির সঙ্গে জড়িত থাকেন, তবে আদালতের নির্দেশ অনুযায়ী শাস্তি ভোগের পর তাকে নিজ দেশে ফেরত পাঠানো হয়। এটি দেশটির কঠোর সামাজিক ও নৈতিক মূল্যবোধ রক্ষার নীতির অংশ।

এ ধরনের অপরাধ দমনে সৌদি আরব সবসময় কঠোর অবস্থানে থাকে। মানবপাচার ও অবৈধ যৌন ব্যবসার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি আগের তুলনায় আরও জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize