সৌদি আরবের মুদি দোকানগুলোতে সব ধরনের তামাকজাত পণ্য বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির পৌরসভা ও আবাসন মন্ত্রণালয়। মঙ্গলবার (১৫ জুলাই) সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নতুন নির্দেশনার মাধ্যমে সিগারেট, ই-সিগারেট, সিসা ও অন্যান্য তামাকজাত পণ্যের খুচরা বিক্রি আরও কঠোরভাবে নিয়ন্ত্রণে আনা হয়েছে।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, সৌদি খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষের লাইসেন্সপ্রাপ্ত তামাক পণ্যও মুদি দোকানে বিক্রি করা যাবে না। এ নিয়ম কার্যকর হবে সকল প্রকার তামাকজাত পণ্যের ক্ষেত্রেই। এটি স্বাস্থ্য সুরক্ষা ও জনসচেতনতাকে অগ্রাধিকার দেওয়ার অংশ হিসেবে নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া, যেসব নির্দিষ্ট দোকানে তামাক পণ্য বিক্রির অনুমতি রয়েছে, সেসব স্থানে পণ্যগুলো প্রকাশ্যে প্রদর্শন করা নিষিদ্ধ করা হয়েছে। দোকানিদের এসব পণ্য দোকানের ভিতরে সংরক্ষণ করতে হবে, যাতে তা জনসাধারণের দৃষ্টির বাইরে থাকে। ১৮ বছরের নিচে কেউ এই পণ্য কিনতে পারবে না এবং বিক্রেতারা চাইলে ক্রেতার বয়স যাচাই করতে পারবেন।
আরও পড়ুন
তবে সৌদি আরবে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ নয়। নির্দিষ্ট স্থানে ধূমপানের অনুমতি থাকলেও সরকারি ভবন, হাসপাতাল, গণপরিবহন ও বিমানের মতো স্থানে ধূমপান সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
এছাড়া, কর্মক্ষেত্রেও প্রকাশ্যে সিগারেট খাওয়া নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যারা ধূমপান করতে চান, তাদের নির্ধারিত এলাকায় গিয়ে তা করতে হবে। সামগ্রিকভাবে সরকার ধূমপান নিরুৎসাহিত করতে কঠোর পদক্ষেপ নিচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।