সৌদি আরবে ব্যাপক ধরপাকড়, ২১ হাজার অভিবাসী গ্রেপ্তার

Massive crackdown in saudi arabia, 21,000 immigrants arrested

সৌদি আরবে চলতি সপ্তাহে আবাসন, শ্রম এবং সীমান্ত আইন ভঙ্গের দায়ে ২১ হাজারেরও বেশি অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার (১২ জুলাই) সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, অভিযানের সময় ১২ হাজার ৫৫৮ জনকে আবাসন আইন লঙ্ঘনের দায়ে, ৫ হাজার ৫০০ জনকে সীমান্ত পাড়ি দিতে গিয়ে এবং প্রায় ৩ হাজার অভিবাসীকে শ্রম সংক্রান্ত অপরাধে গ্রেফতার করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ৫২ শতাংশ ইথিওপিয়ান, ৪৭ শতাংশ ইয়েমেনি এবং বাকি অংশ অন্যান্য দেশের নাগরিক।

এছাড়া প্রতিবেশী দেশগুলোতে প্রবেশের চেষ্টা করার সময় আরও ২৮ জনকে আটক করা হয়েছে। একই সঙ্গে অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়া ও পরিবহন করার দায়ে ৩৭ জনকে আটক করা হয়েছে। অভিযানে অংশ নেয় দেশটির বিভিন্ন নিরাপত্তা সংস্থা।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যারা অবৈধ অভিবাসীদের সাহায্য করবে, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রয়েছে। এর মধ্যে রয়েছে সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা এবং সংশ্লিষ্ট যানবাহন ও সম্পত্তি জব্দের বিধান।

সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে তথ্য দিতে দেশটির বাসিন্দাদের উৎসাহিত করা হয়েছে। মক্কা ও রিয়াদ অঞ্চলের জন্য হেল্পলাইন নম্বর ৯১১ এবং অন্যান্য অঞ্চলের জন্য ৯৯৯ অথবা ৯৯৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize