সৌদি আরবে বসবাসরত বিদেশিরা ২০২৬ সাল থেকে দেশটির নির্দিষ্ট কিছু অঞ্চলে সম্পত্তি কেনার সুযোগ পাবেন। দেশটির সরকার সম্প্রতি এ সংক্রান্ত একটি নতুন আইন পাস করেছে। আইন অনুযায়ী, বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো নির্ধারিত এলাকায় আবাসিক বা বাণিজ্যিক সম্পত্তি কিনতে পারবে।
প্রাথমিকভাবে যেসব অঞ্চলে বিদেশিদের সম্পত্তি কেনার অনুমতি দেওয়া হবে তার মধ্যে রয়েছে রিয়াদ ও জেদ্দা। আরও কিছু এলাকা পর্যায়ক্রমে তালিকাভুক্ত হবে বলে জানা গেছে। তবে মক্কা ও মদিনার মতো ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ শহরগুলোতে বাড়ি কিনতে হলে থাকবে বিশেষ অনুমতির বাধ্যবাধকতা।
নতুন আইনটি কার্যকর হবে ২০২৬ সালের জানুয়ারি থেকে। এর আগে, সৌদি সরকার ‘ইস্তিতা’ নামের একটি পরামর্শমূলক প্ল্যাটফর্মে আগামী ১৮০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ নীতিমালা ও অনুমোদিত এলাকার তালিকা প্রকাশ করবে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে জনগণের মতামতও নেওয়া হবে।
আরও পড়ুন
বিদেশি ব্যক্তি এবং কোম্পানিগুলো এই আইনের আওতায় সম্পত্তি কেনার সুযোগ পাবে। সৌদি ভিশন ২০৩০ এর অংশ হিসেবে নেওয়া এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো বিদেশি বিনিয়োগ আকর্ষণ, আবাসন খাতে সরবরাহ বাড়ানো এবং রিয়াদ, জেদ্দা ও নিওমের মতো শহরগুলোতে চলমান উন্নয়ন প্রকল্পকে সহায়তা দেওয়া।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই নীতির ফলে সৌদি আরব মধ্যপ্রাচ্যে বিনিয়োগের জন্য একটি নতুন গন্তব্যে পরিণত হতে পারে। দুবাই, দোহা ও আবু ধাবির মতো শহরগুলো ইতোমধ্যেই বিদেশিদের জন্য সম্পত্তি বিনিয়োগে সুফল পেয়েছে। একইভাবে, সৌদি আরবও বিপুল পরিমাণ বৈদেশিক বিনিয়োগ লাভ করতে পারে বলে আশাবাদী সংশ্লিষ্ট মহল।