অত্যাধুনিক স্কাইওয়াক বানিয়ে বিশ্বরেকর্ড গড়ল সৌদি

Saudi arabia sets world record by building state of the art skywalk

রিয়াদের কিং আব্দুল্লাহ ফিনান্সিয়াল ডিস্ট্রিক্ট (KAFD) বিশ্বের বৃহত্তম পেডেস্ট্রিয়ান স্কাইওয়াক নেটওয়ার্ক তৈরি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এ নিজেদের নাম তুলেছে। KAFD-এর এই অত্যাধুনিক নেটওয়ার্কে ১৫.৪৬ কিলোমিটার দীর্ঘ শীতাতপ নিয়ন্ত্রিত ওয়াকওয়ে রয়েছে, যা পথচারীদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।

516328369 1157681909729889 49097

এই বিশাল নেটওয়ার্ক KAFD-এর বিভিন্ন ভবন, বাণিজ্যিক এলাকা, বিনোদন কেন্দ্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানগুলিকে সংযুক্ত করেছে। পথচারীরা চরম আবহাওয়ার মধ্যেও আরামদায়কভাবে চলাচল করতে পারবেন, যা রিয়াদের মতো উষ্ণ আবহাওয়ার শহরের জন্য একটি অসাধারণ সুবিধা।

KAFD-এর এই অর্জন কেবল এর স্থাপত্য দক্ষতারই প্রমাণ নয়, এটি নগর পরিকল্পনায় একটি নতুন মানদণ্ডও স্থাপন করেছে। এটি পরিবেশবান্ধব এবং টেকসই নগর উন্নয়নের প্রতি KAFD-এর প্রতিশ্রুতিরও প্রতিফলন। এই স্কাইওয়াক নেটওয়ার্ক রিয়াদকে একটি আধুনিক এবং বসবাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize