সৌদি আরবের পাসপোর্ট অধিদপ্তর চলতি বছরের জিলহজ্জ মাসে দেশটির বাসস্থান, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত আইন ভঙ্গের অভিযোগে ৮ হাজার ১৫৫টি প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। এসব সিদ্ধান্তের আওতায় অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে, দেশজুড়ে পরিচালিত এই অভিযানে সৌদি নাগরিক ও প্রবাসী উভয়ের বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শাস্তির মধ্যে রয়েছে কারাদণ্ড, অর্থদণ্ড এবং প্রবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো। সংশ্লিষ্ট প্রশাসনিক কমিটিগুলো এসব আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়ার পর এসব সিদ্ধান্ত দেয়।
অধিদপ্তর আরও জানিয়েছে, নাগরিক, অভিবাসী ও ব্যবসায়ী মালিকদের উচিত আইন লঙ্ঘনকারীদের আশ্রয় না দেওয়া, তাদের নিয়োগ না করা কিংবা তাদের যাতায়াতে সহায়তা না করা। এসব কর্মকাণ্ড আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
আরও পড়ুন
সাধারণ জনগণকে এই ধরনের অপরাধের তথ্য দেওয়ার জন্য উৎসাহিত করা হয়েছে। মক্কা, মদিনা, রিয়াদ এবং পূর্বাঞ্চলে ৯১১ এবং অন্যান্য এলাকায় ৯৯৯ নম্বরে ফোন করে তথ্য দেওয়া যাবে।
পাসপোর্ট অধিদপ্তর আশ্বস্ত করেছে, যেকোনো তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা ও অভিবাসন নীতিমালার সুষ্ঠু বাস্তবায়নে জনসম্পৃক্ততাকেই সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে।