বিশ্বের শীর্ষ মানবিক সহায়তাদানকারী দেশের তালিকায় সৌদি আরব

Saudi arabia among world's top humanitarian aid donors

বিশ্বব্যাপী ১৪০.৯ বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ প্রায় ৫২৮ দশমিক ৪ বিলিয়ন রিয়াল আর্থিক সহায়তা প্রদান করে অন্যতম শীর্ষ আন্তর্জাতিক দাতা দেশের স্বীকৃতি পেয়েছে সৌদি আরব। সম্প্রতি দেশটির সরকারি মানবিক সহায়তা প্ল্যাটফর্ম ‘সৌদি এইড’ এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, সৌদি আরবের অনুদানে সবচেয়ে বেশি লাভবান হয়েছে মিশর। দেশটি পেয়েছে ৩২ দশমিক ৪৯ বিলিয়ন ডলার। দ্বিতীয় অবস্থানে থাকা ইয়েমেন পেয়েছে ২৭ দশমিক ৬৯ বিলিয়ন ডলার। তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তান, যা পেয়েছে ১৩ দশমিক ১৯ বিলিয়ন মার্কিন ডলার।

এছাড়া উপকৃত দেশের তালিকায় রয়েছে সিরিয়া (৭.৫৩ বিলিয়ন ডলার), ইরাক (৭.৩৩ বিলিয়ন ডলার) এবং ফিলিস্তিন (৫.৩৭ বিলিয়ন ডলার)। এই সহায়তা মানবিক সংকট, প্রাকৃতিক দুর্যোগ এবং টেকসই উন্নয়নের লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে জানিয়েছে সৌদি গ্যাজেট।

সৌদি আরবের এই উদ্যোগকে ‘ভিশন ২০৩০’-এর অংশ হিসেবে দেখা হচ্ছে, যার উদ্দেশ্য হলো আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদার করা এবং দেশকে আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার অন্যতম স্তম্ভ হিসেবে প্রতিষ্ঠিত করা। বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে এ প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

‘সৌদি এইড’ প্ল্যাটফর্মের মাধ্যমে তিনটি মূল খাতে অনুদান প্রদান করা হয়— মানবিক, উন্নয়নমূলক ও জনহিতকর প্রকল্প; আন্তর্জাতিক সংস্থাগুলোর জন্য অর্থায়ন; এবং অভ্যন্তরে অবস্থানকারী শরণার্থীদের সহায়তা। এই প্ল্যাটফর্মটিই এখন সৌদি আরবের বৈদেশিক মানবিক সহায়তার মূল ইলেকট্রনিক রেফারেন্স হিসেবে ব্যবহৃত হচ্ছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize