সৌদি আরব ও ইরানের মধ্যকার কূটনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে একটি লিখিত বার্তা হস্তান্তর করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লাহর উদ্দেশে পাঠানো ওই বার্তায় দ্বিপাক্ষিক সহযোগিতা ও পারস্পরিক সম্পর্ক গভীর করার উপায় তুলে ধরা হয়েছে। খবর আরব নিউজের।
মঙ্গলবার (২ জুলাই) রিয়াদে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান কার্যালয়ে এক বৈঠকে এই বার্তাটি হস্তান্তর করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সৌদির উপ-পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এল-খেরেজি এবং রিয়াদে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আলিরেজা এনায়াতি।
বৈঠকে উভয় দেশের প্রতিনিধিরা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা করেন। পাশাপাশি যৌথ স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়েও মতবিনিময় হয়। এতে করে মধ্যপ্রাচ্যের দুই প্রভাবশালী দেশের মধ্যে ক্রমবর্ধমান পারস্পরিক সহযোগিতার ইঙ্গিত মিলছে।
আরও পড়ুন
সম্প্রতি চীনের মধ্যস্থতায় সৌদি আরব ও ইরানের মধ্যে দীর্ঘদিনের বিরোধের অবসান ঘটে। এরপর দুই দেশ আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের চুক্তিতে পৌঁছায়। এই সমঝোতা মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে এক বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
বিশ্লেষকরা মনে করছেন, এই ধারা অব্যাহত থাকলে তা শুধু সৌদি-ইরান নয়, বরং গোটা অঞ্চলের নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতায় ইতিবাচক প্রভাব ফেলবে।