সৌদি আরবে উটের সঙ্গে গাড়ির ধাক্কায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মৌলভীবাজারের প্রবাসী যুবক মো. সাইফুল ইসলাম (২৮)। কর্মস্থলে সাপ্তাহিক ছুটির দিনে তিনি আত্মীয়দের জন্য কেনাকাটা করতে শহরে যাচ্ছিলেন। পথে ঘটে এ মর্মান্তিক দুর্ঘটনা।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (স্থানীয় সময়) বিকেল চারটার দিকে রাজধানী রিয়াদ সংলগ্ন এলাকায়। সাইফুল ইসলাম ও তার সহকর্মী পণ্যবাহী একটি ট্রাকে করে রিয়াদে রওনা দেন। পথে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি উটের সঙ্গে ট্রাকের ধাক্কা লাগে এবং সেটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান সাইফুল, আহত হন সহকর্মী বাবলু মিয়া ও ট্রাকচালক।
আরও পড়ুন
নিহত সাইফুল ইসলাম মৌলভীবাজারের জুড়ী উপজেলার পূর্ব বেলাগাঁওয়ের বাসিন্দা। তিন বছর আগে তিনি সৌদি আরবে যান এবং রিয়াদের নিকটবর্তী একটি গ্রামে মুরগির খামারে কাজ করতেন। সম্প্রতি তিন মাসের ছুটি মঞ্জুর হয় তার, দেশে ফেরার তারিখ ছিল ৫ জুন। পরিবার ও এলাকাবাসী তার বিয়ের প্রস্তুতিও নিচ্ছিলেন।
সাইফুলের মৃত্যুতে তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এলাকার মানুষজন তাকে সামাজিক কাজে সম্পৃক্ত একজন উদার যুবক হিসেবে স্মরণ করছেন। বর্তমানে তার মরদেহ রিয়াদের একটি হাসপাতালের মর্গে রাখা আছে এবং আহত সহকর্মী বাবলু স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।