সৌদি আরবে রাজীব মোল্লা নামে এক বাংলাদেশি প্রবাসী নিখোঁজ রয়েছেন। গত ১১ মে দেশটির রাজধানী রিয়াদের সানাইয়া এলাকার ভাড়া বাসা থেকে বের হওয়ার পর থেকে আর তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজের ঘটনায় দেশে তার পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় সময় কাটাচ্ছে।
চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার জজ নগর গ্রামের বাসিন্দা শহীদ মোল্লার ছেলে রাজীব মোল্লা প্রায় আট বছর ধরে সৌদি আরবে কর্মরত। তিনি রিয়াদের সানাইয়া এলাকায় অবস্থান করতেন এবং একজন সৌদি নাগরিকের অধীনে কাজ করতেন। সর্বশেষ তিন বছর আগে ছুটি কাটিয়ে দেশে এসে আবার ফিরে যান কর্মস্থলে।
নিখোঁজ রাজীবের বাবা শহীদ মোল্লা জানান, ঘটনার দিন রাতে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন আসে রাজীবের মোবাইলে। এরপরই তিনি বাসা থেকে বের হন এবং আর ফিরে আসেননি। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে। সৌদি আরবে অবস্থানরত আত্মীয়-স্বজনরাও তার কোনো সন্ধান দিতে পারছেন না।
আরও পড়ুন
রাজীবের কর্মস্থলের মালিকের (কফিল) সঙ্গেও ফোনে যোগাযোগ করা হয়েছে। তিনিও জানান, রাজীবকে তিনি খুঁজে পাচ্ছেন না। এই ঘটনায় রাজীবের পরিবার—বিশেষ করে মা, বাবা ও স্ত্রী মানসিকভাবে ভেঙে পড়েছেন। তারা কী করবেন, সেটি বুঝে উঠতে পারছেন না।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, নিখোঁজ রাজীবের সন্ধান পেতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস ও সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের সহায়তা কামনা করছেন তারা। এ বিষয়ে চাঁদপুর জেলা প্রবাসী কল্যাণ দপ্তরের সহকারী পরিচালক আলী হোসেন জানিয়েছেন, রাজীবের পাসপোর্ট ও আকামাসহ প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া গেলে দ্রুত অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হবে।