সৌদিতে প্রবাসীর মৃত্যু

Death of an expatriate in saudi arabia

সৌদি আরবে পুলিশের অভিযানের সময় বহুতল ভবন থেকে পড়ে রিদোয়ান (২৭) নামের এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার দিবাগত রাতে, বাংলাদেশ সময় ১৭ মে রাত ১২টার দিকে মক্কার আল রূসেফা জেলার খালেদিয়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

রিদোয়ান কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের মোহনভিলা গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি ছিলেন মৃত ফুরকান আহমদের কনিষ্ঠ পুত্র। নিহতের চাচাতো ভাই রুহুল আমিন জানান, ওই রাতে সৌদি পুলিশ হঠাৎ রিদোয়ানের কর্মস্থল এক আবাসিক হোটেলে অভিযান চালায়। পুলিশের হাতে আটক হওয়ার ভয়ে তিনি ভবনের ছাদ থেকে পাইপ বেয়ে নামতে গেলে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

রিদোয়ানের বড় ভাই ইসমাইল বর্তমানে সৌদি আরবেই অবস্থান করছেন। মৃত্যুর পর থেকে রিদোয়ানের মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে এবং সেখানে তার দাফনের বিষয়ে আলোচনা চলছে। চার ভাই-বোনের মধ্যে রিদোয়ান ছিলেন সবার ছোট এবং তিনি অবিবাহিত ছিলেন। তার মৃত্যুর ঘটনায় পরিবারে চলছে শোকের মাতম। নিহতের ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কাশেমও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, রিদোয়ানের পিতা ফুরকান আহমদও দুই দশক আগে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। একই মাসে সৌদি আরবে আরও কয়েকজন বাংলাদেশি প্রবাসী পুলিশের অভিযান এড়াতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন। গত ৮ মে কক্সবাজারের রামুর দুই তরুণ সাইফুল ইসলাম ও নুরুল আজাদ সড়ক দুর্ঘটনায় নিহত হন, যাদের ১৫ মে মক্কায় দাফন করা হয়।

এছাড়া ঈদগাঁও উপজেলার এক প্রবাসী দেয়াল টপকে পালাতে গিয়ে গুরুতরভাবে আহত হয়ে দেশে ফিরে এসেছেন। প্রবাসীরা অভিযোগ করেছেন, হজ মৌসুমে মক্কার বাইরের এলাকায় অবস্থানরত ভিসাধারীদের বিরুদ্ধে চলমান অভিযানের ব্যাপারে যদি বাংলাদেশ দূতাবাস বা প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় আগে থেকে সতর্কতা জারি করত, তবে হয়তো এই মৃত্যুর মিছিল থামানো যেত। তারা এই ঘটনায় সরকারের গাফিলতিকে দায়ী করছেন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post