সৌদিতে ফিল্মি কায়দায় বাংলাদেশিকে অপহরণ

Bangladeshi kidnapped in saudi arabia in a film like manner

সৌদি আরবে ফেনীর এক যুবককে অপহরণ করে দশ লাখ টাকা মুক্তিপণ দাবিতে নির্মম নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। অবশেষে বাংলাদেশি তিনটি বিকাশ নাম্বারে দেড় লাখ টাকা মুক্তিপণ দিয়ে ২৬ ঘণ্টা পর তাকে উদ্ধার করা হয়। ভুক্তভোগী জয়নাল আবেদীন বাবলু সোনাগাজী সদর ইউনিয়নের চরখোয়াজ গ্রামের সিরাজুল হকের ছেলে। তিনি পাঁচ বছর আগে সৌদি আরব যান। সেখানে তিনি মাইক্রোবাস চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

ভুক্তভোগী বাবলু জানান, ১১ মে রাত ১১টার দিকে যাত্রী নিয়ে রিয়াদ শহরের সোলাই ১৮ নম্বর কুবরি এলাকায় যান তিনি। সেখান থেকে ৬-৭ জন বাংলাদেশি যুবক গাড়ি সহ তাকে অপহরণ করে। তার চোখ-মুখ বেঁধে একটি কক্ষে আটকে রেখে অমানুষিক নির্যাতন চালানো হয়।

একপর্যায়ে অপহরণকারীরা ভিডিও কলে নির্যাতনের ভয়াবহতা দেখিয়ে পরিবারের সদস্যদের কাছে দশ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। না দিলে তাকে হত্যার ভয় দেখানো হয়। নিরুপায় হয়ে বাংলাদেশি তিনটি বিকাশ নাম্বারে দেড় লাখ টাকা মুক্তিপণ দেন তার স্বজনরা।

পরে ১৩ মে রাতে তার চোখ-মুখ বেঁধে ঘটনাস্থল থেকে দূরে নিয়ে একটি সড়কের ওপর গাড়ি সহ তাকে ছেড়ে দেয়া হয়। জানা গেছে, রিয়াদ এলাকায় এ ধরনের ঘটনায় আরও ১০-১২ জন বাংলাদেশী যুবককে অপহরণ করা হয়েছে। ফলে প্রবাসী যুবকদের মধ্যে অপহরণ নিয়ে উদ্বেগ বাড়ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize