আগামীকাল মঙ্গলবার ত্রিদেশীয় মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনদিনের এ সফরে তিনি প্রথমে সৌদি আরব, পরে কাতার ও আরব আমিরাত সফর করবেন। সৌদি সফরকালে মুহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।
দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এটিই ট্রাম্পের প্রথম মধ্যপ্রাচ্যে সফর। মঙ্গলবার তার সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছানোর কথা। সেখানে দেশটির ডি-ফ্যাক্টো নেতা ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করবেন ট্রাম্প। জানা গেছে, সৌদি আরবের যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রে সৌদি বিনিয়োগ পাওয়ার চেষ্টা চালাবেন মার্কিন প্রেসিডেন্ট।
পরদিন ১৪ মে রিয়াদে উপসাগরীয় নেতাদের একটি শীর্ষ সম্মেলনে যোগদান করবেন ট্রাম্প। বৈঠক শেষে সেদিনই তিনি কাতার সফরে যাবেন। পরদিন ১৫ মে আরব আমিরাত সফরের মধ্য দিয়ে তার তিন দিনের মধ্যপ্রাচ্য সফর শেষ হবে। তিনদিনের মধ্যপ্রাচ্য সফরে ট্রাম্প উপসাগরীয় দেশগুলোর সঙ্গে নিরাপত্তা, প্রতিরক্ষা, প্রযুক্তি ও বাণিজ্যিক খাতে বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্মারক সই করবেন।
আরও পড়ুন
এদিকে জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্য সফর কালে ট্রাম্প ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে সেই রাষ্ট্রে হামাসের কোনো রাজনৈতিক বা সামরিক ভূমিকা রাখা হবে না।