যেকারণে সৌদিতে গ্রেপ্তার ১৬ হাজার প্রবাসী

Why 16,000 expatriates were arrested in saudi arabia

সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে চলমান ব্যাপক অভিযানে গত এক সপ্তাহে দেশটির কর্তৃপক্ষ ১৫ হাজার ৯২৮ জনকে আটক করেছে। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে আরব নিউজ এই তথ্য নিশ্চিত করেছে। আটককৃতদের মধ্যে অধিকাংশই আবাসন আইন লঙ্ঘনকারী, যাদের সংখ্যা ১০ হাজার ১৭৯ জন। এছাড়াও, ৩ হাজার ৯১২ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ১ হাজার ৮৩৭ জন শ্রম আইন ভঙ্গের দায়ে আটক হয়েছেন।

একই সময়ে, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে আরও ১ হাজার ১০৯ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৬২ শতাংশ ইথিওপিয়ার নাগরিক, ৩৫ শতাংশ ইয়েমেনের এবং বাকি ৩ শতাংশ অন্যান্য দেশের। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়েছে যে যারা অবৈধ অভিবাসীদের সৌদি আরবে প্রবেশে সহায়তা করবে, তাদের পরিবহন করবে অথবা আশ্রয় দেবে, তাদের জন্য সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা ধার্য করা হতে পারে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, এই ধরনের অপরাধে ব্যবহৃত যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করারও বিধান রয়েছে। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এই কঠোর পদক্ষেপ সৌদি আরবের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর চলমান প্রচেষ্টার অংশ, যার মাধ্যমে দেশে অবৈধ অভিবাসীদের সংখ্যা কমিয়ে আনা এবং শ্রমবাজারকে সুসংহত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

কর্তৃপক্ষের এই ব্যাপক ধরপাকড়ের ফলে সৌদি আরবে বসবাসরত অবৈধ অভিবাসীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। আটককৃতদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে। সৌদি সরকারের পক্ষ থেকে বৈধ পথে বসবাসের এবং শ্রম আইন মেনে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আরও দেখুনঃ

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post