সৌদির কাছে ৩৫০ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

Us to sell $3.5 billion worth of missiles to saudi arabia

যুক্তরাষ্ট্র সৌদি আরবের কাছে ৩৫০ কোটি ডলার মূল্যের এক হাজার অত্যাধুনিক এআইএম-১২০সি-৮ মাঝারি পাল্লার আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি এই প্রস্তাবের অনুমোদন দিয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, সৌদি আরব সম্প্রতি যুক্তরাষ্ট্রের কাছে এই ক্ষেপণাস্ত্রগুলোর পাশাপাশি ৫০টি আমরাম গাইডেন্স সেকশন এবং অন্যান্য সামরিক সরঞ্জাম কেনার জন্য অনুরোধ করেছিল।

আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, এই ক্ষেপণাস্ত্র বিক্রির সিদ্ধান্তটি আসন্ন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌদি আরব সফরের অংশ। ধারণা করা হচ্ছে, মে মাসের মাঝামাঝি সময়ে ট্রাম্পের রিয়াদ সফরে প্রায় ১০ হাজার কোটি ডলারের বিশাল অস্ত্র ও সামরিক সরঞ্জাম ক্রয় সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যেই এই ক্ষেপণাস্ত্র বিক্রির বিষয়ে মার্কিন আইনসভা কংগ্রেসকে অবহিত করেছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ১৩ থেকে ১৬ মে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন। এর আগে, তিনি প্রয়াত পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে ইতালির রোম সফর করেছিলেন, যা দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর তার প্রথম বিদেশ সফর ছিল।

উল্লেখ্য, সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ২০১৭ সালে প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ট্রাম্প তার প্রথম বিদেশ সফরের গন্তব্য হিসেবে সৌদি আরবকে বেছে নিয়েছিলেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post