বাংলাদেশি হজযাত্রীদের ফুল দিয়ে বরণ করে নিলো সৌদি

Saudi arabia welcomes bangladeshi hajj pilgrims with flowers

এ বছরের হজ কার্যক্রমের শুরুতেই সৌদি আরবের পক্ষ থেকে বাংলাদেশি হজযাত্রীদের জন্য এক আন্তরিক ও আবেগপূর্ণ চিত্র দেখা গেছে। হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছানো বাংলাদেশি হজযাত্রীদের সৌদি নিরাপত্তা বাহিনীর সদস্যরা উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন এবং তাদের ফুল উপহার দিয়েছেন।

ইনসাইড দ্যা হারামাইনের পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, জেদ্দা কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পবিত্র ইহরাম পরিহিত হজযাত্রীরা বিমান থেকে নামার সঙ্গে সঙ্গেই সৌদি নিরাপত্তা বাহিনীর সদস্যরা এগিয়ে এসে তাদের হাতে শুভেচ্ছা স্বরূপ ফুল ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দিচ্ছেন। অনেক নারী হজযাত্রীকে লাল গোলাপ এবং গিফট ব্যাগ হাতে নিয়ে আনন্দিত দেখা যায়। এই উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে সৌদি সরকার অসাধারণ আতিথেয়তার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

হজ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, ২০২৫ সালের হজ যাত্রার প্রথম দিনে বেশ কয়েকটি ফ্লাইটে মোট তিন হাজার ছয়শত সাত জন হজযাত্রী বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন। এ বছর বাংলাদেশ থেকে সর্বমোট সাতাশি হাজার একশত জন হজ পালনের সুযোগ পাচ্ছেন, যার মধ্যে এ পর্যন্ত চৌষট্টি হাজার দুইশত আশি জনের ভিসা প্রদান করা হয়েছে।

হজযাত্রীদের প্রতি সৌদি সরকারের এই সম্মান ও আন্তরিকতাপূর্ণ আচরণ বিশ্ব মুসলিম সম্প্রদায়ে ব্যাপক প্রশংসা লাভ করেছে। বিশেষ করে বাংলাদেশের মুসলমানদের জন্য এই আতিথেয়তা অত্যন্ত গর্বের ও ভালোবাসার বার্তা বহন করে।

সোমবার, রাজধানী ঢাকার আশকোনা হজ ক্যাম্পে আয়োজিত এক অনুষ্ঠানে ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইটের উদ্বোধন ঘোষণা করেন। এরপর সোমবার দিবাগত রাত দুইটা পনেরো মিনিটে সাউদিয়ার প্রথম ফ্লাইট (এসভি ৩৮০৩) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করে, যে ফ্লাইটে তিনশত আটানব্বই জন হজযাত্রী ছিলেন। গতকাল দিনের বাকি সাতটি ফ্লাইটে আরও দুই হাজার নয়শত বারোজন হজযাত্রীর সৌদি আরবে যাওয়ার কথা রয়েছে, যাদের ভিসাপ্রাপ্তি নিশ্চিত হয়েছে।

সোমবার রাতে এবং মঙ্গলবার ভোরে আরও কয়েকটি ফ্লাইটের মাধ্যমে বাংলাদেশি হজযাত্রীরা সৌদি আরবের পথে যাত্রা করেছেন। প্রথম দিনে মোট দশটি ফ্লাইটে চার হাজার একশত আশি জন হজযাত্রীর সৌদি আরবে পৌঁছানোর কথা রয়েছে। এর মধ্যে আটটি ফ্লাইটের যাত্রীরা জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে এবং দুটি ফ্লাইটের যাত্রীরা মদিনার প্রিন্স মুহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।
আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize