আসন্ন হজ মৌসুমে অনুমতি ছাড়া হজ পালনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি এ ধরনের কাজে সহায়তাকারীদের বিরুদ্ধেও একই ধরনের শাস্তির বিধান রাখা হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সৌদির গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
সৌদি কর্তৃপক্ষ জানায়, হজ মৌসুমে শৃঙ্খলা রক্ষায় এ বছর যিলক্বদ মাসের প্রথম দিন থেকে যিলহজ্জ মাসের ১৪ তারিখ পর্যন্ত অনুমতি ছাড়া কেউ মক্কা বা পবিত্র এলাকাগুলোতে প্রবেশ করতে পারবে না। নিয়ম ভঙ্গকারীদের জন্য আরোপ করা হবে ২০ হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা, যা বাংলাদেশি টাকায় প্রায় ৬ লাখ।
এছাড়া যারা অননুমোদিত হজযাত্রীদের সহায়তা করবেন—যেমন মক্কায় নিয়ে যাওয়া, আবাসনের ব্যবস্থা করা কিংবা আশ্রয় দেওয়ার মতো কাজ করবেন, তাদের ক্ষেত্রে জরিমানার পরিমাণ হতে পারে এক লাখ রিয়াল পর্যন্ত (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ লাখ টাকা)। এমনকি সংশ্লিষ্ট যানবাহনও জব্দ করা হতে পারে যদি তা ওই ব্যক্তির মালিকানাধীন হয়।
আরও পড়ুন
যদি কেউ ভিসার মেয়াদোত্তীর্ণ অবস্থায় কিংবা অবৈধভাবে অবস্থান করে হজে অংশ নিতে চান, তাহলে তাদেরকে সৌদি আরব থেকে বহিষ্কার করা হবে এবং পরবর্তী ১০ বছর দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি থাকবে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হজের সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। একইসঙ্গে দেশটির নাগরিক, অভিবাসী এবং ভিসাধারীদের হজ সংক্রান্ত সকল নিয়ম-কানুন মেনে চলার আহ্বান জানিয়েছে তারা।