সৌদি সরকারের জরুরি নির্দেশনা

Saudi government emergency instructions

হজ পালনের যথাযথ প্রস্তুতি নিতে মুসল্লিদের আহ্বান জানিয়েছে সৌদি আরবের হজ মন্ত্রণালয়। সৌদিতে যাওয়ার আগেই হজের সব খুঁটিনাটি বিষয় শেখার বিষয়ে তাগিদ দিয়েছেন তারা। মন্ত্রণালয়ের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বলা হয়, হজযাত্রার প্রস্তুতির সময় মুসল্লিদের ভালোভাবে হজ পালনের আচার-অনুষ্ঠান পুরোপুরি বুঝতে হবে। হজের স্তম্ভ, ফরজ, সুন্নতসহ খুঁটিনাটি সব বিষয়ে জানাশোনা থাকতে হবে।

এদিকে বাংলাদেশ থেকে পবিত্র হজের ফ্লাইট শুরু হচ্ছে আজ থেকে। প্রথম ফ্লাইটটি রাত ২টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যাবে। এ বছর ৮৭ হাজার ১০০ জন বাংলাদেশি মুসল্লি সৌদি আরবে পবিত্র হজ পালন করতে যাচ্ছেন। প্রথম দিনে ৪১৯ জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়বেন।

২০২৫ সালের প্রথম হজ ফ্লাইট উড়েছে দক্ষিণ আফ্রিকা থেকে। ২৮ এপ্রিল দক্ষিণ আফ্রিকা থেকে হজযাত্রীদের বহনকারী প্রথম ফ্লাইটটি সৌদি আরবে অবতরণ করছে। এর মাধ্যমেই এই বছরের হজ মৌসুমের আনুষ্ঠানিক ফ্লাইটের সূচনা হলো।

এরপর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ধারাবাহিকভাবে হজযাত্রা চলতে থাকবে। ২৯ এপ্রিল বাংলাদেশ ছাড়াও পাকিস্তান ও ভারত থেকে হজ ফ্লাইটের সূচনা হবে। ২ মে ইন্দোনেশিয়া থেকে ফ্লাইট যাবে সৌদি আরবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize